লো- স্কোরিং ম্যাচে কষ্টার্জিত জয়ে মিশন শুরু কুমিল্লার

বিপিএলের অষ্টম আসরে সিলেট সানরাইজার্সের বিপক্ষে লো- স্কোরিং ম্যাচে ২ উইকেটে কষ্টার্জিত জয় দিয়ে মিশন শুরু করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেননি ইমরুল কায়েস। ব্যাট করতে নেমে সিলেটের শুরুটা ভালো হয়নি,১৯.১ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়।
৯৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই তারকা ওপেনার ফাফ ডু প্লেসিকে (৭ বলে ২ রান) হারিয়ে ফেলে কুমিল্লা। আরেক ওপেনার ক্যামেরন ডেলপোর্ট ১৯ বল খেলে করেন ১৬ রান। মুমিনুল হকও থিতু হতে পারেননি, ১৫ রান করে ২০তম বলে ফেরেন সাজঘরে।
ক্রিজে এসেই একটি করে চার-ছক্কা হাঁকানো অধিনায়ক ইমরুল কায়েস ৪ বলে ১০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। সহজ লক্ষ্যে নামা কুমিল্লা ৪ উইকেট হারিয়ে ফেলে ৪৫ রানে। দলীয় ৫৫ রানে আরিফুল হকও (৫ বলে ৪ রান) আউট হয়ে যান।
সময়ের সাথে সাথে সিলেটের আক্ষেপ বাড়তে থাকে, কারণ আরও কিছু রান করতে পারলে হয়ত জয়ের দেখা পেতে পারত দলটি। নাহিদুল ইসলাম ১৬ বলে ১৬ ও করিম জানাত ১৩ বলে ১৮ রান করে ফিরলে আবারও চাপে পড়ে যায় কুমিল্লা। ৮৮ রানে কুমিল্লা হারায় শহিদুল ইসলামকে। ব্যাটারদের ঝুঁকিপূর্ণ শট খেলার প্রবণতায় সিলেট ছোট পুঁজি নিয়েও জয়ের স্বপ্ন দেখা শুরু করে। তবে কুমিল্লা তখন জয় থেকে বেশি দূরে ছিল না। তাই জয়বঞ্চিত থাকতে হয়নি। ১৮.৪ ওভার ব্যাট করে ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে ইমরুল কায়েসের দল।
এর আগে কুমিল্লার স্পিন বিষে নীল হয়ে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। শুরুতে বলের সাথে পাল্লা দিয়ে রান তোলার প্রবণতা থাকলেও সময়ের সাথে সাথে কমতে থাকে রানের গতি।১৫ ওভারের মধ্যে দলটি হারিয়ে ফেলে ৭ উইকেট, ততক্ষণে বোর্ডে মাত্র ৬৯ রান।
সিলেটের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র ৩ জন। সর্বোচ্চ ২০ রান আসে কলিন ইনগ্রামের ব্যাট থেকে, ২১ বলের মোকাবেলায়। এছাড়া রবি বোপারা ১৭ ও সোহাগ গাজী ১২ রান করেন। এনামুল হক বিজয় ৯ বলে ৩, মোহাম্মদ মিঠুন ৭ বলে ৫ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৬ বলে ৩ রান করেন।
সুনীল নারাইন একাদশে না থাকলেও নাহিদুল ইসলাম, তানভীর ইসলামরা কুমিল্লার স্পিন বিভাগকে সামলেছেন দারুণভাবে। পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলামরাও ছিলেন মিতব্যয়ী। মুস্তাফিজ, শহিদুল ও নাহিদুল দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট শিকার করেন তানভীর ইসলাম, মুমিনুল হক ও করিম জানাত।
জামান / জামান

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?

আর্জেন্টিনায় সমর্থকদের সহিংসতায় ম্যাচ পণ্ড, আটক ৯০

সেমির দৌড়ে এগিয়ে যেতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

রোহিতের জায়গায় ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস!
