ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

জাতীয় দলের সঙ্গে সিডন্স, থাকছেন প্রিন্সও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ৩:১৩

সাবেক কোচ জেমি সিডন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন, এ খবর বেশ পুরোনো। তবে কোথায় তাকে ব্যবহার করবে বিসিবি সেটি নিয়ে ছিল সংশয়। এমনকি সিডন্স নিজেও ছিলেন অনিশ্চিত। প্রশ্নের পিঠে প্রশ্ন জমা হচ্ছিল; জাতীয় দল, এ দল, এইচপি, বাংলাদেশ টাইগার্স নাকি অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হবেন এই অস্ট্রেলিয়ান। সিডন্সের ভবিষ্যৎ এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে, জাতীয় দলের সঙ্গেই কাজ করতে দেখা যাবে তাকে।

মঙ্গলবার সিডন্স প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘সিডন্সের সাথে চুক্তি নিশ্চিত হয়েছে অনেক আগে। তাকে আমরা ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এখনো চূড়ান্ত হয়নি মেইনস্ট্রিমে কাজ করবেন নাকি অন্য জায়গায় পরামর্শক হিসেবে কাজ করবেন। তবে আমরা বিশেষ করে চাইব মেইনস্ট্রিমেই কাজ করুক।’

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের ভূমিকা পালনের দায়িত্ব উঠছে সিডন্সের কাঁধে। সাকিব আল হাসান, তামিম ইকবালদের সাবেক হেড কোচ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হলে অ্যাশওয়েল প্রিন্সের অবস্থান কি হবে? তাকে কী আর রাখছে না বিসিবি! জালাল জানিয়েছে, প্রিন্সের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার আগে প্রিন্সকে ছাড়ছে না ক্রিকেট বোর্ড। প্রয়োজনে ভিন্ন কোনো দায়িত্বে দেখা যেতে পারে এই দক্ষিণ আফ্রিকানকে।

জালালের ব্যাখ্যা, ‘জেমি সিডন্স অনেক সিনিয়র কোচ। তার থেকে আমরা অনেক সহায়তা পাব। ব্যাটিং কোচ হিসেবে আসছে, আমরা তাকে ব্যাটিং কোচ হিসেবেই বিবেচনা করছি। ভবিষ্যতে তাকে নিয়ে কী চিন্তা করব না করব তা এখন বলতে পারছি না।’

যোগ করেন জালাল, ‘প্রিন্সের ভূমিকা কেমন হবে সেটা আমরা পরে দেখব। প্রিন্স অবশ্যই থাকছে, এখনও চুক্তি আছে। তাকে কোথায় কাজে লাগানো যায় সেটাও চিন্তাভাবনা করা হচ্ছে।’

শাফিন / শাফিন

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে