ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ব্রাজিলকে নেইমারের অভাব বুঝতে দেবেন না কৌতিনিও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ১:১৫

চোটের কারণে নেইমার নেই। তাকে ছাড়াই আগামীকাল সকালে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে কোচ তিতে নেইমারকে নিয়ে ভাবনায় নেই। তার বিশ্বাস, নেইমারের অভাবটা বুঝতেই পারবে না তার দল, কারণ একজন কৌতিনিও আছেন তার দলে।

গেল নভেম্বরে গোড়ালির চোট ছিটকে দিয়েছিল নেইমারকে। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি। ফলে আগামীকাল সকালে ইকুয়েডর ম্যাচ তো বটেই, ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না ব্রাজিল। 

তবে কোচ তিতে নেইমারের অনুপস্থিতিতে ভরসা রাখছেন কৌতিনিওর ওপর। বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় পাড়ি জমানো এই মিডফিল্ডারই নেইমারের অভাব পূরণ করতে পারবেন বলে বিশ্বাস তিতের। 

বললেন, ‘দর্শকরা সবসময়ই নেইমারকে চায়। তবে বিভিন্ন সময়ে আপনার চাহিদামতো বিষয়গুলো ঘটে না। আমরা দুঃখিত যে নেইমার এখানে নেই। তবে আমাদের হাতে অন্য বিকল্পও আছে। আমি কৌতিনিওর কথা বলছি। সে এমন একজন খেলোয়াড়, যে এই ভূমিকায় খেলতে পারে। তার প্রতিভার ওপর আমার বিশ্বাস আছে।’

২৯ বছর বয়সী কৌতিনিও ২০২০ এর অক্টোবর থেকে ব্রাজিল দলে ব্রাত্য হয়ে ছিলেন। তবে ইকুয়েডরের বিপক্ষে তিনি ফিরবেন দলে, নিশ্চিত করেছেন কোচ তিতে। তিনি অবশ্য নেইমারের জায়গায় খেলবেন না, খেলবেন মাঝমাঠে লুকাস পাকেতার জায়গায়। নিষেধাজ্ঞার কারণে পাকেতা খেলতে পারছেন না ইকুয়েডর ম্যাচে। 

তাহলে আক্রমণে খেলবেন কারা? তিতে দিয়েছেন সে প্রশ্নের উত্তরও। জানিয়েছেন প্রথাগত ৪-৩-৩ ছক ভাঙবে না তার দল। বলেছেন, ‘আমরা আক্রমণভাগে তিন খেলোয়াড়ই রাখব। ভিনিসিয়াস, রাফিনিয়া, কুনিয়া। আমরা ধারাবাহিকতা দেখতে চাই।’

দল বিশ্বকাপে উতরে গেলেও কোচ তিতে পারফর্ম্যান্সের সুতোয় ঢিল দিতে চান না একটুও। বললেন, ‘আমি ভেবেছিলাম বিশ্বকাপ নিশ্চিতের পর ম্যাচের আগের অনুভূতিগুলো একটু হালকা হয়ে যাবে। কিন্তু এখন দেখছি আমাদের অনুভূতিগুলো, ম্যাচের আগের চাপটা একই আছে। আমরা খেলোয়াড়দেরকে তাদের সেরাটা ঢেলে দেওয়ার সুযোগ দিতে চাই, ম্যাচের জন্য কৌশলগতভাবে প্রস্তুত করে তুলতে চাই। আসছে ম্যাচগুলোয় আমরা কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখতে চাই। আমি নিজে বলতে পারি, সেই একই চাপ অনুভব করছি আমি।’

শাফিন / শাফিন

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে