ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

হঠাৎ অশান্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবির


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ৪:৫১

খালি চোখে সব ঠিকই ছিল। মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে বেশ ভালোই এগোচ্ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু গতকাল (শনিবার) হঠাৎ সিলেট সানরাইজার্সের সঙ্গে খেলা শুরুর আগে জানা গেলো, অধিনায়ক পাল্টেছে চট্টগ্রামের।

মিরাজকে সরিয়ে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ নাইম ইসলামের ওপর। সেই সঙ্গে জানানো হয়, প্রধান কোচ পল নিক্সন চলে যাচ্ছেন, তার জায়গায় দায়িত্ব নিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট।

তারপর কেটে গেছে ২৪ ঘণ্টা। আজ (রোববার) দুপুর গড়ানোর আগেই নতুন খবর, হঠাৎ অশান্ত চট্টগ্রাম শিবির। ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছে না মিরাজের। তাই তিনি বিপিএল না খেলে বাড়ি ফিরে যেতে চাচ্ছেন।

এটা উড়ো খবর নয়, সত্য। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত আজ বিকেলে নিশ্চিত করেছেন এ তথ্য।

সুমিত চট্টগ্রাম থেকে মুঠোফোনে বলেন, ‘ঠিক জানি না কী কারণে। তবে এটা সত্য যে মিরাজ বিপিএল না খেলে বাড়ি ফিরে যেতে চেয়েছে। আমাকে মেইলও করেছে। গতকাল রাতে ম্যাচ শেষে মেইল দিয়েছে।’

মেইলে কী জানিয়েছেন মিরাজ? সুমিতের জবাব, ‘মিরাজ আমাকে মেইলে জানিয়েছে যে, তার মা অসুস্থ। মা’র পাশে তার থাকা দরকার, তাই সে খেলতে পারবে না।’

সুমিত আরও বলেন, ‘আমি এবং টিম ম্যানেজমেন্ট তারপর মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে মানানোর সর্বাত্মক চেষ্টা করছি। প্রয়োজনে তার মাকে চট্টগ্রাম এনে একই হোটেলে কাছাকাছি রাখার প্রস্তাবও দিয়েছি। তার মায়ের চিকিৎসার সবকিছু আমরা দেখভাল করব, এমন নিশ্চয়তাও দিয়েছি। তবু মিরাজকে মানানো সম্ভব হয়নি।’

তবে সুমিত আশা ছাড়েননি। বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন তৈরির সময়ও মিরাজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম হোটেলে অবস্থান করছিলেন। সুুমিতের কথা, ‘আমরা মিরাজকে বুঝিয়ে-সুঝিয়ে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

নেতৃত্ব বদল নিয়ে সুমিত বলেন, ‘দেখেন, অধিনায়কত্বটা মালিকপক্ষের হাতে। ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্ট কাকে দল পরিচালনার দায়িত্ব দেবে, সেটা তাদের এখতিয়ার। তা নিয়ে আবেগতাড়িত হওয়াটা ঠিক পেশাদার আচরণের ভেতরে পড়ে না।’

খোঁজ নিয়ে জানা গেছে, অধিনায়কত্ব হারিয়ে মিরাজ অনেকটাই বিমর্ষ। তিনি কিছুতেই অধিনায়কত্ব ছাড়ার বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি।

দল তো ভালোই খেলছিল। ঢাকাপর্বে দু’দুটি বড় জয় নিয়ে কুমিল্লার সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে বন্দরনগরী এসেছে। এখানে আসার পর কী এমন হলো যে অধিনায়কত্ব পাল্টাতে হলো?

ম্যানেজার সুমিত সরাসরি কিছু বলতে নারাজ। তবে আকার-ইঙ্গিতে যা বলেছেন, তার সারমর্ম হলো-টিম চট্টগ্রামের মালিকপক্ষের দর্শন ও পরিকল্পনার সঙ্গে নাকি মিরাজের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত মিলছিল না। তাই তাকে পাল্টে ফেলা।

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে