টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হ্যাট্রিক জয়।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ত্রয়োদশ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জড়ো করেছে ১৮৩ রান। জয়ের জন্য ১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে কেনার লুইসকে হারায়। এর পর দলীয় ৫১ রানে ৪ উইকেটের পতন। অন্যপ্রান্তে কেবল উইল জেকের লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিলনা। জয়ের আশা জাগিয়েও ৪১ বলে ৬৯ রান করে তারভীরের বলে বোল্ড হয়ে ফিরেন উইল জেক।
এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জারের আর কেউ দাঁড়তেই পারেননি। আফিফ ও সাব্বির ৪ ও ৫ করে ফিরেন। মিরাজের পরিবর্তে চ্যালেঞ্জারের দায়িত্ব পাওয়া অধিনায়ক নাইম ইসলাম ৮ রান করে ফিরলে দলের পরাজয় নিশ্চিত হয়ে যায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে নাহিদুল ইসলাম ১৭ রানে ৩ উইকেট ও মুস্তাফিজুর ২ উইকেট লাভ করেন। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক চট্টগ্রামের অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারিয়ে ফেলে কুমিল্লা।
নাসুম আহমেদের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৫ বলে মাত্র ১ রান করেন জয়। এরপর ক্রিজে নেমে দেখেশুনে খেলতে থাকেন ফাফ ডু প্লেসি। আরেক ওপেনার লিটন দাস নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে দিচ্ছিলেন ভালো কিছুর ইঙ্গিত।
তবে নাসুমের শিকার হয়ে ফিরতে হয় লিটনকেও। দ্বিতীয় উইকেটে ৮০ রানের পার্টনারশিপ ভাঙে লিটন আউট হলে। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৪৭ রান করেন লিটন, ৩ রানের জন্য পাননি অর্ধশতকের দেখা।
অধিনায়ক ইমরুল কায়েস নামের প্রতি সুবিচার করতে পারেননি, ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে আসেন ক্যামেরন ডেলপোর্ট। ডু প্লেসির সঙ্গ কাজে লাগিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা চালাতে থাকেন তিনি।
ডু প্লেসি ৫৫ বলের মোকাবেলায় ৮৩ রান করে অপরাজিত থাকেন, হাঁকান ৮টি চার ও ৩টি ছক্কা। শেষদিকে তারচেয়েও বেশি খুনে মেজাজে ছিলেন ডেলপোর্ট। শরিফুল ইসলামের করা শেষ ওভারে ডেলপোর্ট হাঁকান একটি ছক্কা ও চারটি চার। ২২ বলে অর্ধশতক পূর্ণ করে ২৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন ডেলপোর্ট। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান। চট্টগ্রামের পক্ষে নাসুম দুটি ও বেনি হাওয়েল একটি উইকেট শিকার করেন।
শাফিন / শাফিন

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

চোটে ছিটকে গেলেন হ্যারি কেইন

নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

‘৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

গত বছর ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মিলিটাও

প্রথমবার সেরা বিশে সাইফ, নাসুম এগোলেন ৮৭ ধাপ

আমি একা নির্বাচন করলেও পাস করতাম : তামিম

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ
Link Copied