একুশে পদক পাওয়ার খবর শুনেই আনন্দে কেঁদে উঠলেন মাসুম আজিজ
এবার একুশে পদক পাচ্ছেন ২৪ জন বিশিষ্ট নাগরিক। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় অভিনেতা মাসুম আজিজেরও নাম আছে।
তিনি শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক পাচ্ছেন। মাসুম আজিজের অনুভূতি জানতে যোগাযোগ করা হলে তিনি খবরটি শুনেই আনন্দে কেঁদে ফেলেন।
তিনি বলেন, ‘কাল আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছিল। এ বিষয়ে কথা বলেছেন তারা। কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে কি না তা আমি জানি না। আপনার কাছে শুনলাম। এখন বাইরে আছি। কাজ করছি একটা। কাজের মধ্যে এমন একটা খবর এভাবে শুনবো চিন্তাই করিনি।’
মাসুম আজিজ তার অভিনয় জীবনের গল্প বলতে গিয়ে বলেন, ‘অভিনয় করার জন্য এক জীবনে অনেক কিছু ত্যাগ করেছি। অনেক। মানে স্ট্রাগলটা ভাষায় বুঝাতে পারবো না। সারা জীবন আমি অভিনয় করতে চেয়েছি। ঘুমের মধ্যে, খেতে, বসতে- সব জায়গায়। যেটাকে বলা যায় অভিনয়ের সঙ্গে জীবনযাপন করেছি। আজ এই পদক অনেক কষ্টকেই ম্লান করে দিয়েছে। আমি আসলে কোনো কথা বলতে পারছি না আবেগে। আপনি সামনে থাকলে হয়তো আমি জড়িয়ে ধরতাম। ধন্যবাদ এই রকম ভালো খবর দেওয়ার জন্য। ভালো থাকবেন।’
এসময় মাসুম আজিজ এই স্বীকৃতির জন্য সরকারসহ সবাইকে ধন্যবাদ জানান।
মাসুম আজিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক সংখ্যক নাটকে অভিনয় করেন। বেশকিছু সিনেমায়ও তিনি অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন।
শাফিন / শাফিন
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী