ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দেম্বেলের ওপর রাগ ভুলে যেতে চায় বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ৪:১০

সদ্যসমাপ্ত শীতকালীন দলবদলেই তাকে ক্লাব থেকে বের করে দেওয়ার কথা চলছিল। তবে লিওনেল মেসির চেয়েও বেশি বেতন চাওয়া উসমান দেম্বেলেকে শেষমেশ আর ক্লাবছাড়া করতে পারেনি বার্সেলোনা। আগামী জুন পর্যন্ত থাকবেন দলের সঙ্গেই। এখন তাকে ছয় মাস মাঠের বাইরেই রাখতে চান ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা। তবে এমন অবস্থায় তিনি পাশে পাচ্ছেন দানি আলভেসকে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মত, শেষ ছয় মাসে নিয়মিত খেলানো উচিত তাকে। 

মৌসুমের দ্বিতীয়ার্ধে তার প্রতি ক্লাবের ব্যবহারটা কেমন হবে তা বোঝা গেছে বার্সার শেষ দুই দলবদলে। আদামা ত্রায়োরে ও পিয়েরে এমেরিক অবামেয়াংকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। দু’জনই আবার আক্রমণভাগের খেলোয়াড়। সব মিলিয়ে দলটির আক্রমণভাগের খেলোয়াড় এখন ১০ জন। 

যদিও বার্সেলোনা ভিত্তিক সব সংবাদ মাধ্যমই জানাচ্ছে, কোচ জাভি রাগ ভুলে তাকে চান দলে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্কোয়াডে দেখা যেতে পারে দেম্বেলের নাম। আলভেসও চান তেমন কিছুই। বললেন, ‘সে যেহেতু এখনো বার্সেলোনায় আছে, তাকে আমাদের আগলে রাখোতে হবে। মৌসুম শেষে চলে গেলে যাক। কিন্তু এখনো পাঁচটা মাস বাকি। সে যে এখনো এখানে আছে, তার সুবিধাটা আমাদের নিতে হবে।’

‘আমি মনে করি এমন মুহূর্তে আপনার রাগকে নিয়ন্ত্রণ করে আরেকটু বুদ্ধিমান হতে হবে। যতটুকু হওয়া সম্ভব, তত শক্তিশালী হতে হবে আমাদের। সবার যৌথ চেষ্টা প্রয়োজন।’‘আমরা এখন বার্সেলোনাকে শীর্ষে ফেরানোর চেষ্টা করছি। আরও চেষ্টা করছি এমন একটা পরিবেশ সৃষ্টির যেখানে স্বাস্থ্যকর ও ইতিবাচকতা থাকবে, কোনো ক্ষোভ থাকবে না।’

‘নেতিবাচক দিকগুলো আপনাকে বেড়ে উঠতে থেবে না। তারা আপনাকে ভালো কিছুই করতে দেয় না।’‘ড্রেসিং রুমে ও ক্লাবে একটা ঐক্য গড়ে তুলতে হবে আমাদের। দিনশেষে আমরা সবাই বার্সেলোনার প্রতিনিধিত্ব করছি।’আলভেস একা নন, দলে নতুন আসা ফেররান তরেসকেও পাশে পাচ্ছেন দেম্বেলে। তিনি বলেন, ‘আমরা সবাই জানি দেম্বেলে একজন বিশেষ খেলোয়াড়, সে খুব সহজেই ব্যবধান গড়ে দিতে পারে। আর কোচ নিজে যদি তাকে খেলানোর সিদ্ধান্ত নেন, তাহলে সে খেলবে।’

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১১ ম্যাচ খেলেছেন দেম্বেলে। যার মধ্যে কেবল একটি ম্যাচে করতে পেরেছেন গোল। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটো গোল। 

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে