ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

দেম্বেলের ওপর রাগ ভুলে যেতে চায় বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ৪:১০

সদ্যসমাপ্ত শীতকালীন দলবদলেই তাকে ক্লাব থেকে বের করে দেওয়ার কথা চলছিল। তবে লিওনেল মেসির চেয়েও বেশি বেতন চাওয়া উসমান দেম্বেলেকে শেষমেশ আর ক্লাবছাড়া করতে পারেনি বার্সেলোনা। আগামী জুন পর্যন্ত থাকবেন দলের সঙ্গেই। এখন তাকে ছয় মাস মাঠের বাইরেই রাখতে চান ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা। তবে এমন অবস্থায় তিনি পাশে পাচ্ছেন দানি আলভেসকে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মত, শেষ ছয় মাসে নিয়মিত খেলানো উচিত তাকে। 

মৌসুমের দ্বিতীয়ার্ধে তার প্রতি ক্লাবের ব্যবহারটা কেমন হবে তা বোঝা গেছে বার্সার শেষ দুই দলবদলে। আদামা ত্রায়োরে ও পিয়েরে এমেরিক অবামেয়াংকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। দু’জনই আবার আক্রমণভাগের খেলোয়াড়। সব মিলিয়ে দলটির আক্রমণভাগের খেলোয়াড় এখন ১০ জন। 

যদিও বার্সেলোনা ভিত্তিক সব সংবাদ মাধ্যমই জানাচ্ছে, কোচ জাভি রাগ ভুলে তাকে চান দলে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্কোয়াডে দেখা যেতে পারে দেম্বেলের নাম। আলভেসও চান তেমন কিছুই। বললেন, ‘সে যেহেতু এখনো বার্সেলোনায় আছে, তাকে আমাদের আগলে রাখোতে হবে। মৌসুম শেষে চলে গেলে যাক। কিন্তু এখনো পাঁচটা মাস বাকি। সে যে এখনো এখানে আছে, তার সুবিধাটা আমাদের নিতে হবে।’

‘আমি মনে করি এমন মুহূর্তে আপনার রাগকে নিয়ন্ত্রণ করে আরেকটু বুদ্ধিমান হতে হবে। যতটুকু হওয়া সম্ভব, তত শক্তিশালী হতে হবে আমাদের। সবার যৌথ চেষ্টা প্রয়োজন।’‘আমরা এখন বার্সেলোনাকে শীর্ষে ফেরানোর চেষ্টা করছি। আরও চেষ্টা করছি এমন একটা পরিবেশ সৃষ্টির যেখানে স্বাস্থ্যকর ও ইতিবাচকতা থাকবে, কোনো ক্ষোভ থাকবে না।’

‘নেতিবাচক দিকগুলো আপনাকে বেড়ে উঠতে থেবে না। তারা আপনাকে ভালো কিছুই করতে দেয় না।’‘ড্রেসিং রুমে ও ক্লাবে একটা ঐক্য গড়ে তুলতে হবে আমাদের। দিনশেষে আমরা সবাই বার্সেলোনার প্রতিনিধিত্ব করছি।’আলভেস একা নন, দলে নতুন আসা ফেররান তরেসকেও পাশে পাচ্ছেন দেম্বেলে। তিনি বলেন, ‘আমরা সবাই জানি দেম্বেলে একজন বিশেষ খেলোয়াড়, সে খুব সহজেই ব্যবধান গড়ে দিতে পারে। আর কোচ নিজে যদি তাকে খেলানোর সিদ্ধান্ত নেন, তাহলে সে খেলবে।’

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১১ ম্যাচ খেলেছেন দেম্বেলে। যার মধ্যে কেবল একটি ম্যাচে করতে পেরেছেন গোল। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটো গোল। 

শাফিন / শাফিন

মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, ক্ষেপলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী

চাপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে বলল বিসিসিআই

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে