‘৩৬৫ ডেইজ’ তারকার সঙ্গে জ্যাকুলিন, ঘটনা কী?
২০২০ সালে মুক্তি পেয়েছিল পোলিশ ভাষার সিনেমা ‘৩৬৫ ডেইজ’। ইরোটিক রোম্যান্টিক ড্রামা ঘরানার এই সিনেমা বিশ্বজুড়ে ঝড় তোলে। এতে ছিল যৌন দৃশ্যের ছড়াছড়ি। তবুও নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক আলোচিত হয়।
এই সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন ইতালিয়ান অভিনেতা মাইকেল মোরন। এবার সেই মোরন কাজ করলেন বলিউডে। বিপরীতে জ্যাকুলিন ফার্নান্দেজ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) প্রজেক্টটির পোস্টারও এসেছে প্রকাশ্যে।
না, কোনো সিনেমা নয়, মোরন-জ্যাকুলিন জুটি হয়েছেন একটি মিউজিক ভিডিওতে। যেটির নাম ‘মুড় মুড় কে’। এটি গেয়েছেন নেহা কাক্কার ও টনি কাক্কার। গানটির কথা ও সুর সাজিয়েছেন টনি। সংগীতায়োজনে শক্তি মোহন। আগামী ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এই বিশেষ গান।
ভারতে প্রথমবারের মতো কাজ করে উচ্ছ্বসিত মাইকেল মোরিন। তিনি বলেন, ‘ভারতের সংগীত জগতে কাজ করতে পেরে আমি উচ্ছ্বসিত। এত ভালোবাসা দিয়ে সবাই আমাকে স্বাগত জানাচ্ছেন, এটা সত্যিই আনন্দের ব্যাপার। আমি চ্যালেঞ্জ পছন্দ করি, আর এই গান আমার কাছে সেরকম মনে হয়েছে। ভারতের মানুষের প্রতি কৃতজ্ঞ, এখানে আত্মপ্রকাশের জন্য অপেক্ষায় আছি।’
অন্যদিকে মোরিনের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করে খুশি জ্যাকুলিন ফার্নান্দেজও। তিনি বলেন, ‘ভারতীয় মিউজিকের জন্য কী দারুণ সময় এটা! মোরিনের ভারতে অভিষেক নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং আমি নিশ্চিত দর্শক তাকে গ্রহণ করবে।’
প্রসঙ্গত, পোল্যান্ডের লেখক ব্ল্যাঙ্কা পিলিনস্কার লেখা ‘ট্রিলজি’ উপন্যাসের প্রথমটি অবলম্বনে তৈরি হয়েছে ‘৩৬৫ ডেইজ’। অশ্লীলতার জন্য এটি ব্যাপক সমালোচিত হলেও সিনেমাটির আরও দুটি সিক্যুয়েল আসবে বলে জানা গেছে।
শাফিন / শাফিন
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী