ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

‘পুষ্পা’ স্টাইলে বিজ্ঞাপন করে ট্রলড আল্লু অর্জুন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ১০:৫৭

‘পুষ্প: দ্য রাইজ’ সিনেমার সাফল্য উপভোগ করছেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন। ভক্তরা আল্লুর ‘পুষ্পা’ স্টাইল খুব পছন্দ করেছেন। ইতোমধ্যে জোমাটোর একটি বিজ্ঞাপন সামনে এসেছে, যেখানে আল্লুকে দেখা গেছে ‘পুষ্পা’ মেজাজে। তবে বিজ্ঞাপনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু অনুরাগী যেমন এর প্রশংসা করেছেন, তেমনই সমালোচনাও হয়েছে বিজ্ঞাপনটি নিয়ে।

ভাবছেন কী আছে সেই বিজ্ঞাপনে? জোমাটোর পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে আল্লু অর্জুনকে এক ভিলেনকে মারতে। আর ভিলেন আল্লুর ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান। তবে এ পড়ে যাওয়াই দেখানো হয়েছে স্লো মোশনে। আর ভিলেন বলছে, ‘বানি, তুমি কি তাড়াতাড়ি আমাকে ফেলে দিতে পারো না।’ আল্লু বলছে, ‘এটা দক্ষিণের সিনেমা, এখানে এভাবেই দেখানো হয়।’ সঙ্গে সঙ্গে ভিলেন জানান, ‘কিন্তু আমার তো খিদে পেয়েছে। নিচে পড়তে পড়তে সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে!’ আর তখনই শুরু হয় জোমাটোর কিছু ট্যাগ লাইন।

আর এ বিজ্ঞাপন দেখেই রেগে লাল নেটপাড়ার বড় একটা অংশ। তাদের দাবি, এ বিজ্ঞাপনে জোমাটো আর আল্লু অপমান করেছেন দক্ষিণের সিনেমাকে। কমেন্ট সেকশনে কেউ যেমন ‘পুষ্পা’ বয়কট করার কথা বলেছেন, তেমনই কেউ আবার জোমাটোর আনইনস্টল করে দেওয়ার কথাও বলেছেন ফোন থেকে।

সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিনেমাটি দেখতে হলে যাচ্ছেন মানুষ। ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে এ ছবি। ‘পুষ্পা’ জ্বরে কাঁপছে পুরো ভারত। এমনকি বাইরের তারকারাও নিয়ে ফেলেছেন পুষ্পা চ্যালেঞ্জ।

শাফিন / শাফিন

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’