ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

সাবেক ক্রিকেটার এবং কোচদের মাসিক ভাতা দেয়ার দাবি রফিকের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২২ বিকাল ৫:০

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম ধনী বোর্ড। সবার জানা ৯০০ কোটি টাকার এফডিআর আছে বিসিবির; কিন্তু বিপুল অর্থ থাকার পরও বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে গতি কম। দেশের ক্রিকেট উন্নয়ন, সারা দেশে ক্রিকেটের প্রচার ও প্রসার বৃদ্ধি এবং নতুন প্রজন্ম তৈরির কাজে এই অর্থ ব্যবহৃত হলে আরও নতুন নতুন প্রতিভার উন্মেষ ঘটবে এমন বিশ্বাস সবার।

তবে এমন চিন্তার পাশাপাশি দেশের ক্রিকেট বোর্ডের ব্যাংকে গচ্ছিত বিপুল পরিমাণ অর্থ এবার দেশের ক্রিকেট উন্নয়নের পাশাপাশি সাবেক ক্রিকেটার ও প্রশিক্ষকদের দুঃসময়ে ব্যয় করার প্রস্তাব উঠেছে।

এই দাবিটা তুলেছেন দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। দেশের ক্রিকেটের সব সময়ের এ অন্যতম সেরা বাঁহাতি স্পিনার মনে করেন, ব্যাংকে গচ্ছিত অর্থ ক্রিকেট উন্নয়নের পাশাপাশি সাবেক ক্রিকেটার এবং প্রশিক্ষকদের সাহায্যেও বরাদ্দ করা উচিৎ।

রফিক আক্ষেপের সুরে বলেন, ‘আমাদের দেশের ক্রিকেট বোর্ডে এত বিপুল পরিমাণ টাকা। অথচ আমাদের দেশের ক্রিকেট যাদের হাত ধরে উঠে এসেছে, যারা হাতে ধরে প্রজন্মের পর প্রজন্ম তৈরি করেছেন শত শত ক্রিকেটার, যাদের নিবিঢ় পরিচর্যা এবং ছোঁয়ায় বড় হয়েছে। অনেকে জাতীয় তারকার লেভেল গায়ে মেখেছেন, সেই কোচদের দুর্দিন ও দুঃসময়ে বোর্ডের উচিৎ পাশে দাঁড়ানো।’

সেটা কিভাবে? রফিকের জবাব, ‘এই যে আমাদের সিনিয়র মোস্ট কোচ আলতাফ ভাই (আলতাফ হোসেন) মারা গেলেন। তাকে ক্রিকেট বোর্ড সাহায্য করেছে শেষ সময়ে। তবে তিনি যখন কোচিং করাতে পারতেন না, বয়সের কারণে বার্ধক্য যখন এসে গ্রাস করেছিল, তখন যদি তাকে নিয়মিত মাসিক ভাতা দেয়া হতো, তাহলে শেষ সময়ে তার এত অর্থ কষ্ট হতো না। চিকিৎসাসহ অন্য খাতে খরচ করতে সমস্যায় পড়তে হতো না।’

‘আর এখন আছেন ওসমান ভাই (সাবেক জাতীয় কোচ ওসমান খান)। যিনি আমাদের প্রজন্ম তৈরিতে রেখেছেন বিরাট ভূমিকা। আমাদের সমসাময়িক ক্রিকেটারদের প্রায় সবাই কোনো না কোনোভাবে ওসমান ভাইয়ের সান্নিধ্য পেয়েছে। সবাইকেই তিনি কম-বেশি শিখিয়েছেন। কোচিং তার কাছে শুধু ধ্যান-জ্ঞানই ছিল না, সেটা ছিল তার পেশা।’

‘এখন ওসমান ভাইয়েরও বয়স হয়েছে। তার পক্ষে আর কোচিং করানো সম্ভব হয় না। তিনি যদি একটা পর্যায় থেকে মাসিক ভাতা পেতেন, তাহলে কোনই সমস্যা হতো না তার। মোটামুটি স্বাচ্ছন্দেই বাকি জীবন পার করে দিতে পারতেন; কিন্তু আমাদের তেমন কোনো লক্ষ্য ও পরিকল্পনা নেই। ওসমান ভাইয়ের মত আরও যেসব কোচ এখন আর কোচিং করাতে পারেন না, তাদের যদি বোর্ড ভাতা দেয়, তাহলে তাদের চিকিৎসা খরচ মেটানো সহজ হয়। বাড়তি চাপ পড়ে না। এভাবেই সাবেক কোচ এবং ক্রিকেটারদের পাশে দাঁড়াতে পারে বোর্ড।’

শাফিন / জামান

মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, ক্ষেপলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী

চাপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে বলল বিসিসিআই

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে