বাংলাদেশে ভালো খেললে যে কোনো দেশে ভালো করা যায় : মইন
ঐতিহ্যগতভাবেই বাংলাদেশের উইকেট স্পিনবান্ধব। এখানে পেসারদের চেয়ে স্পিনারদের আধিপত্যই থাকে বেশি। উইকেটের গতি ও বাউন্স তুলনামূলক কম থাকায় পেসাররা তেমন সুবিধা পান না বাংলাদেশে। যে কারণে উপমহাদেশের বাইরে থেকে আসা যেকোনো দলের জন্য এখানে মানিয়ে নেওয়া বেশ কঠিন।
এর ব্যতিক্রম নয় ইংল্যান্ডের অফস্পিনিং অলরাউন্ডার মইন আলিও। তার মতে, বাংলাদেশে খেলা একদমই সহজ নয়। যে কারণে এখানে মানিয়ে নিতে পারলে বিশ্বের অন্য যেকোনো জায়গায়ও ভালো খেলা যায় বলে মনে করেন চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে আসা এ তারকা অলরাউন্ডার।
সিলেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়। এখানের খেলাটা পুরোপুরি ভিন্ন। এখানে অনেক ভালো স্পিনাররা আছে। যেমনটা বললাম, বিদেশিরাও ভালো। এখানে খেলা কঠিন, একদমই সহজ নয়। আমার মনে হয়, বিশ্বের অন্যতম কঠিন বাংলাদেশে খেলা। বিশেষ করে ব্যাটারদের জন্য। তবে আপনি অনেক শিখতে পারেন এখান থেকে।’
মইন আরও যোগ করেন, ‘আপনি যদি এখানে ভালো খেলেন, তাহলে যেকোনো জায়গায় ভালো করতে পারবেন। এটি একটি অন্যতম প্রধান কারণ, যে কারণে আমি বাংলাদেশে এসেছি। কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার বিষয়টি শেখা এবং আরও উন্নতি করা। যাতে আমি পরে যখন ইংল্যান্ডের হয়ে আসবো, তখন এখানের কন্ডিশন আমার চেনা থাকে। এখানে এসে আমি খুব খুশি।’
এর আগে ২০১৩ সালের বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে খেলে গিয়েছেন মইন। তখনও আন্তর্জাতিক ক্রিকেটে উঠতি প্রতিভা তিনি। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসানদের সঙ্গে। আগের সময়ের সঙ্গে বর্তমানের বেশ ভালো পার্থক্যই চোখে পড়ছে মইনের।
এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে খেলার মান অনেক বেড়েছে এখন। বাংলাদেশি খেলোয়াড়রা অনেক উন্নতি করেছে। আমার এখন মনে হয় সবকিছু আগের চেয়ে বেশি পেশাদার। মানের দিক থেকেও ভালো মনে হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি এটিই চান। সময়ের সঙ্গে যতো ভালো হওয়া যায়। এখন স্থানীয় ক্রিকেটাররাও ভালো, বিদেশিরাও ভালো। আশা করি সামনে আরও ভালো হবে।’
এসময় প্রিমিয়ার লিগে খেলার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘আমি সাকিব (আল হাসান), তামিমদের (ইকবাল) সঙ্গে মোহামেডানের হয়ে খেলেছি। অভিজ্ঞতা অবশ্যই ভালো ছিল। তবে খানিক কঠিনও ছিল। ঢাকার উইকেট অন্যরকম। আমি খুবই উপভোগ করেছি। সত্যি বলতে অনেক শিখেছিও। যা আমাকে আন্তর্জাতিক ক্রিকেটেও সাহায্য করেছে।’
শাফিন / জামান
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু