ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশে ভালো খেললে যে কোনো দেশে ভালো করা যায় : মইন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২২ বিকাল ৫:১

ঐতিহ্যগতভাবেই বাংলাদেশের উইকেট স্পিনবান্ধব। এখানে পেসারদের চেয়ে স্পিনারদের আধিপত্যই থাকে বেশি। উইকেটের গতি ও বাউন্স তুলনামূলক কম থাকায় পেসাররা তেমন সুবিধা পান না বাংলাদেশে। যে কারণে উপমহাদেশের বাইরে থেকে আসা যেকোনো দলের জন্য এখানে মানিয়ে নেওয়া বেশ কঠিন।

এর ব্যতিক্রম নয় ইংল্যান্ডের অফস্পিনিং অলরাউন্ডার মইন আলিও। তার মতে, বাংলাদেশে খেলা একদমই সহজ নয়। যে কারণে এখানে মানিয়ে নিতে পারলে বিশ্বের অন্য যেকোনো জায়গায়ও ভালো খেলা যায় বলে মনে করেন চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে আসা এ তারকা অলরাউন্ডার।

সিলেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়। এখানের খেলাটা পুরোপুরি ভিন্ন। এখানে অনেক ভালো স্পিনাররা আছে। যেমনটা বললাম, বিদেশিরাও ভালো। এখানে খেলা কঠিন, একদমই সহজ নয়। আমার মনে হয়, বিশ্বের অন্যতম কঠিন বাংলাদেশে খেলা। বিশেষ করে ব্যাটারদের জন্য। তবে আপনি অনেক শিখতে পারেন এখান থেকে।’

মইন আরও যোগ করেন, ‘আপনি যদি এখানে ভালো খেলেন, তাহলে যেকোনো জায়গায় ভালো করতে পারবেন। এটি একটি অন্যতম প্রধান কারণ, যে কারণে আমি বাংলাদেশে এসেছি। কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার বিষয়টি শেখা এবং আরও উন্নতি করা। যাতে আমি পরে যখন ইংল্যান্ডের হয়ে আসবো, তখন এখানের কন্ডিশন আমার চেনা থাকে। এখানে এসে আমি খুব খুশি।’

এর আগে ২০১৩ সালের বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে খেলে গিয়েছেন মইন। তখনও আন্তর্জাতিক ক্রিকেটে উঠতি প্রতিভা তিনি। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসানদের সঙ্গে। আগের সময়ের সঙ্গে বর্তমানের বেশ ভালো পার্থক্যই চোখে পড়ছে মইনের।

এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে খেলার মান অনেক বেড়েছে এখন। বাংলাদেশি খেলোয়াড়রা অনেক উন্নতি করেছে। আমার এখন মনে হয় সবকিছু আগের চেয়ে বেশি পেশাদার। মানের দিক থেকেও ভালো মনে হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি এটিই চান। সময়ের সঙ্গে যতো ভালো হওয়া যায়। এখন স্থানীয় ক্রিকেটাররাও ভালো, বিদেশিরাও ভালো। আশা করি সামনে আরও ভালো হবে।’

এসময় প্রিমিয়ার লিগে খেলার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘আমি সাকিব (আল হাসান), তামিমদের (ইকবাল) সঙ্গে মোহামেডানের হয়ে খেলেছি। অভিজ্ঞতা অবশ্যই ভালো ছিল। তবে খানিক কঠিনও ছিল। ঢাকার উইকেট অন্যরকম। আমি খুবই উপভোগ করেছি। সত্যি বলতে অনেক শিখেছিও। যা আমাকে আন্তর্জাতিক ক্রিকেটেও সাহায্য করেছে।’

শাফিন / জামান

মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, ক্ষেপলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী

চাপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে বলল বিসিসিআই

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে