ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঘাম ঝরানো জয় রিয়ালের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ১১:২২

কোপা দেল রের ব্যর্থতা ভুলে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে দাপট দেখিয়ে খেললেও গোল পেতে ঘাম ঝরেছে কার্লো আনচেলত্তির দলের।দলকে রক্ষা করেছেন মার্কো আসেনসিও। লা লিগায় রোববার রাতে তার একমাত্র গোলে ভর করেই গ্রানাডাকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। এই জয়ে সেভিয়ার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।ম্যাচে বল দখলে এগিয়ে থাকা রিয়াল মোট ২৪টি শট নিয়েছে, যার মধ্যে ১১টিই ছিল লক্ষ্যে। কিন্তু গোল পেয়েছে মাত্র একটিতে। অন্যদিকে গ্রানাডার ৭ শটের ৩টি ছিল লক্ষ্যে।

রিয়াল অবশ্য শুরুতেই বিপদে পড়তে পারতো। ডি-বক্সের মুখ থেকে আন্তোনিও পুয়ের্তাসের শট কোনোমতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপই নিজেদের গুছিয়ে নেয় আনচেলত্তির দল। একের পর এক আক্রমণ শানাতে থাকে।

তবে গ্রানাডাও রক্ষণে শক্ত ছিল। ফলে আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। ৪৩ মিনিটে দারুণ একটি সুযোগ পায় তারা। তবে আসেনসিওর বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক লুইস মাক্সিমিয়ানো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল। কিন্তু করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রকে ছাড়া খেলতে নামা দলটি ফিনিশিংয়ে সফল হচ্ছিল না।শেষ পর্যন্ত ৭৪ মিনিটে দলকে উদযাপনের উপলক্ষ্য এনে দেন দারুণ খেলা আসেনসিও। এদের মিলিতাওয়ের পাস থেকে বল পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড।১০ মিনিট পর আরেকটি দারুণ সুযোগ এসেছিল আসেনসিওর। তবে এবার তার শট ঝাঁপিয়ে পড়ে আটকে দেন মাক্সিমিয়ানো। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে