বড় পর্দায় নাম লেখালেন অপ্সরা
নবাগত মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা। ক্যারিয়ারের স্বল্পতম যাত্রায় নিজেকে অনন্য স্থানেই নিয়েছে। ঠিক যেন নাম গুনে কাজ।অসংখ্য নাটকে কাজ করছেন তিনি। সেই সাথে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের পন্যে মডেল হিসেবেও কাজ করছেন। সম্প্রতি মুক্তিযুদ্ধের নাটকের জন্য পেয়েছেন বাবিসাস এ্যাওয়ার্ড ও।
তবে এবার এই অভিনেত্রী ছোট পর্দার গন্ডি পেড়িয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়।শুভদিনে এই অভিনেত্রী সিনেমাতে নাম লিখিয়েছেন।৩০শে জানুয়ারি এই অভিনেত্রীর জন্মদিন ছিল। সেই উপলক্ষে রাজধানীর একিটি অভিজাত রেস্তোরায় ৩১শে জানুয়ারি জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন মিডিয়াঙ্গনের ব্যক্তিত্বদের সাথে।সেদিনি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের ঘোষণা দেন নাসিম সাহনিক। এই সিনেমাটিতে অপ্সরাকে দেখা যাবে বিশেষ চরিত্রে।আর এই শুভক্ষণে নির্মাতা নাসিম সাহনিকসহ আরো উপস্থিত ছিলেন, প্রযোজক মামুনুর ইসলাম, এফ এম সাঈদ, অভিনেত্রী সুবর্ণা সাঈদ, অনুপমা জান্নাতসহ চলচ্চিত্রটির কলাকুশলীরা।
এ ব্যপারে অভিনেত্রী অপ্সরা বলেন, ‘নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। তার নির্মিত চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তাঁর নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে।’
নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম নতুন সিনেমার কাজ শুরু করার। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’
এমএসএম / এমএসএম
টাকা ফেরতের চাপ, আদালতে যাওয়ার ইঙ্গিত তিশার
এই শূন্যতা পূরণ হওয়ার নয় : অমিতাভ
চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!
দেবের সঙ্গে রোম্যান্স হবে, ভাবতেও পারেননি জ্যোতির্ময়ী!
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়
শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
সুখবর দিলেন সোনম কাপুর
Link Copied