মেসির মতো অভাগাও কেউ নেই আর
‘অনলি মেসি হ্যাজ মোর’, টুইটারে এমন একটা হ্যাশট্যাগের চল আছে। সেটা চলে আসছে শেষ সাত আট বছর ধরেই। গোল করা, করানো, গড়ে দেওয়া, সম্ভাব্য গোলের সুযোগ সৃষ্টি করা পাস, সফল ড্রিবল... হেন কোনো পরিসংখ্যান নেই যেখানে শেষ এক যুগে মেসির চেয়ে বেশি কিছু করেছেন কেউ। তবে চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া আর্জেন্টাইন মহাতারকা যেন দুর্ভাগ্যের দিক থেকেও পাল্লা দিচ্ছেন ইউরোপের আর সব খেলোয়াড়ের সঙ্গে। চলতি বছর তার চেয়ে বেশি অভাগা যেন কেউ নেই আর।
পিএসজিতে যখন যোগ দিচ্ছেন, তখন পিএসজি সমর্থকদের মনে আশা ছিল, গোল করে, করিয়ে ফরাসি পরাশক্তিদের জয়যাত্রায় বড় ছাপই রাখবেন তিনি। তবে সে আশার গুড়ে বালি দিয়ে মেসি বেশ নিস্প্রভই আছেন এখন পর্যন্ত।
ফ্রান্সের মাটিতে পা রেখে যেন ভাটা পড়েছে তার গোলবানে। তবে পরিসংখ্যান দেখাচ্ছে, একটু এদিক ওদিক হলেই সংখ্যাটা আরও বড়ও হতে পারতো।
এই পরিসংখ্যানটাই দুর্ভাগ্যের। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট অপ্টা জানাচ্ছে, চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির শটই সবচেয়ে বেশি প্রতিহত হয়েছে বারপোস্ট কিংবা ক্রসবারে।
চলতি মৌসুমে ফরাসি লিগে তার ছয়টি শট প্রতিহত হয়েছে ক্রসবার নাহয় বারপোস্টে। পিএসজিতে যোগ দেওয়ার পর দুর্ভাগ্য কেমন করে তার পিছু নিয়েছে, সেটাই যেন জানান দিচ্ছে এই পরিসংখ্যান।
মেসির মতো অভাগা আর একজনই আছেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের ফরোয়ার্ড ব্রায়ান এমবুয়েম্বোই কেবল তার সমান ছয়টি শট লাগিয়েছেন গোলবারে।
মেসির ছয়টি ‘উডওয়ার্কের’ শেষটি এসেছে পিএসজির সবশেষ ম্যাচে। লিলের বিপক্ষে ৫-১ গোলে জেতার ম্যাচে মেসি গোল পেয়েছেন, করিয়েছেনও একটি।
তবে মেসি গোল পেতে পারতেন আরও একটি। সোমবারের এই ম্যাচে তার লক্ষ্যভেদ ও পিএসজির তৃতীয় গোলের পর তার দারুণ একটা ফ্রি কিক গিয়ে প্রতিহত হয় ক্রসবারে।
তবে এই ম্যাচে ক্রসবারের ‘বদান্যতায়’ একটা গোল থেকে বঞ্চিত হলেও পুরো ম্যাচে দারুণ আলোই ছড়িয়েছেন তিনি। বনেছেন ম্যাচসেরাও। বছরের শুরুতে তার এমন ফর্ম পিএসজিকেও আশা যোগাচ্ছে বেশ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের লড়াইটা যে আর এক সপ্তাহ পরেই!
শাফিন / শাফিন
মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা
মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, ক্ষেপলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী
চাপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে বলল বিসিসিআই
আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা
সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের