ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আবার বদলে গেলো চট্টগ্রামের অধিনায়ক, ফিল্ডিংয়ে ঢাকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ১২:৫২

ঢাকা ছেড়ে বাইরে যাওয়াকে যেনো অধিনায়ক বদলের উপলক্ষ বানিয়ে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমে চট্টগ্রামে যাওয়ার পর মেহেদি হাসান মিরাজের জায়গায় অধিনায়কত্ব দেওয়া হয়েছিল নাইম ইসলামকে। এবার সিলেটে এসে আরেক দফা বদলে গেলো তাদের অধিনায়ক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে নাইম ইসলামের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে। মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টস করেছেন আফিফ।

অবশ্য প্রথম ম্যাচে টস ভাগ্যে জিততে পারেননি চট্টগ্রামের নতুন অধিনায়ক আফিফ। টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়কত্ব হারিয়ে দল থেকেও বাদ পড়েছেন নাইম। টসের সময় আফিফকে জিজ্ঞেস করা হয়েছিল, নাইমের কোনো ইনজুরিজনিত সমস্যা আছে কি না। তিনি নিশ্চিত করেন, ইনজুরি সমস্যা নেই, তবে দলে নেওয়া হয়নি নাইমকে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের টিম ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত জানিয়েছেন নাইমের বাজে ফর্মের কথা, নাইমের তো ফর্ম ভালো যাচ্ছিল না। তাই দল থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিনায়ক বদলে। এখন আফিফই আমাদের অধিনায়ক।'

উল্লেখ্য, এবারের আসরে আট ম্যাচ খেলে মাত্র ১০.৫৭ গড়ে ৭৪ রান করতে পেরেছেন নাইম। এক অঙ্কের ঘরেই আউট হয়েছেন পাঁচ ম্যাচে। সবশেষ চার ম্যাচে তার ইনিংসগুলো যথাক্রমে ৮, ৮, ০ ও ৩। এছাড়া এক ম্যাচে বল করে একটি উইকেট নিয়েছেন তিনি।

চট্টগ্রামের একাদশে বাদ পড়া নাইমের জায়গায় দলে এসেছেন জাকির হাসান। অন্যদিকে চলে যাওয়া আন্দ্রে রাসেলের জায়গায় আফগান ফজলহক ফারুকি এবং ডানহাতি পেসার রুবেল হোসেনের জায়গায় বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে নিয়েছে ঢাকা।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকি এবং কাইস আহমেদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), জাকির হাসান, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীমম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে