শাহনূর জন্মদিন পালন করবেন পথশিশুদের সাথে
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর।বিজ্ঞাপনচিত্রে মডেল ও নাটকে অভিনয় করলেও চিত্রনায়িকা হিসেবেই তার সর্বাধিক পরিচিতি।আগামীকাল ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই নায়িকার জন্মদিন।
ভক্তদের কাছে তারকা মানেই ভিন্ন কিছু।স্বপ্নের জগতের মানুষ।সাধারণত নায়িকাদের জন্মদিন মানেই জমকালো পার্টির আয়োজন, নাচ, গান, আড্ডা।কিন্তু প্রতি বছরের ন্যায় এবারেও অন্যরকম আয়োজনে জন্মদিন পালন করতে যাচ্ছেন চিত্রনায়িকা শাহনূর।এ বিষয়ে কথা হলো তার সঙ্গে।কীভাবে কাটাবেন জন্মদিন জানতে চাইলে শাহনূর সকালের সময়কে বলেন,বরাবরের মতো এ বছরেও সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে আমি জন্মদিন পালন করব।ওদেরকে নতুন জামা-কাপড় দেবো কেক কাটবো।সারাদিন ওদের সাথে খেলাধুলা করবো।এককথায় পুরো দিনটা ওদের সাথেই উদযাপন করতে চাই।
শাহনূর বলেন,এই ছোট্ট সোনামণিরা কিন্তু পরিবারকে পায় না,আনন্দ উল্লাস করতে পারে না;তাই এই দিনটিতে আমি আনন্দ দেবার চেষ্টা করি।ওদের মুখের হাসিটা আমার কাছে অনেক বড় উপহার,আর সেটি করে আসছি বহু বছর ধরে।
এছাড়া কোরআন তেলাওয়াত,কোরআন খতম,মিলাদ দিব।আগে অনেক বড় বড় পার্টি করতাম জন্মদিনে।কিন্ত বিগত কয়েক বছর আর পার্টি করি না,পার্টি তে যে টাকা খরচ করতাম সেটা অসহায় মানুষের জন্য খরচ করবো।শাহনূর আরও বলেন,পথশিশু,বুদ্ধি প্রতিবন্ধী এবং বৃদ্ধাশ্রমের বাবা-মাদের জন্য কিছু কাজ করে যেতে চাই। এবং দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব।আমরা মানুষ কেউ আজীবন থাকব না।একদিন সবাইকে চলে যেতে হবে।মানুষের জন্য কিছু করার মধ্যেই আমি তৃপ্তি পাই।এজন্য দেশবাসী এবং প্রিয়জনদের কাছে তিনি দোয়া চেয়েছেন।
উল্লেখ্য,যশোরের ক্যান্টমেন্টে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম এই নায়িকার।১৯৯৫ সালে টেলিভিশন ম্যাগাজিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহনূর।২০০০ সালে জিল্লুর রহমানের পরিচালনায় তার প্রথম ছবি ‘জিদ্দি সন্তান’ দিয়ে বড় পর্দায় আগমন ঘটে এই নায়িকার।এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।২০০৫ সালে তিনি ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।
ছোটবেলা থেকে ছড়া, গান, নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি প্রায় ৪শ’ নাটক, ধারাবাহিক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন প্রিয় এই অভিনেত্রী।এখন পর্যন্ত শাহনূরের ৭৬ টি ছবি মুক্তি পেয়েছে এবং ছয়টি ছবির কাজ চলছে।এছাড়া অভিনেতা মান্না,শাকিব খান,রিয়াজসহ অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন।
এমএসএম / এমএসএম
টাকা ফেরতের চাপ, আদালতে যাওয়ার ইঙ্গিত তিশার
এই শূন্যতা পূরণ হওয়ার নয় : অমিতাভ
চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!
দেবের সঙ্গে রোম্যান্স হবে, ভাবতেও পারেননি জ্যোতির্ময়ী!
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়
শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
সুখবর দিলেন সোনম কাপুর
Link Copied