ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পাইপলাইন তৈরিতে গতি ফেরাচ্ছে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ১১:৩৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যেখানে ৩টি ওয়ানডে সঙ্গে ২ ম্যাচের টি-টোয়েন্টির সূচি আছে দুই দলের। তবে এই সিরিজে দল ঘোষণার জন্য কপালে চিন্তার ভাঁজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের। ওপেনারদের কেউই ছন্দে নেই। এমনকি পাইপলাইনেও নেই কোনো ওপেনার। বিসিবির পাইপলাইন তৈরির কার্যক্রম হয় মূলত হাইপারফরম্যান্স ইউনিটে। করোনাভাইরাস আর ক্রিকেরটীয় ব্যস্ততার কারণে এইচপির ক্যাম্প বন্ধ আছে দীর্ঘদিন।

মূলত জাতীয় দলের উপযোগী করে খেলোয়াড় প্রস্তুতের লক্ষ্যে বেশ কয়েকবছর ধরে হাই পারফরম্যান্স ক্যাম্প পরিচালনা করছে বিসিবি। এবার পাইপলাইন তৈরিতে গতি ফেরাচ্ছে ক্রিকেট বোর্ড। চলতি বছর এইচপি ক্যাম্পকে ঘিরে লম্বা পরিকল্পনা সাজানো হয়েছে। যদিও আগামী মার্চ মাসের শুরুতে ক্যাম্প হওয়ার কথা ছিল, তবে এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সূচি থাকায় জুন থেকে ক্যাম্প আয়োজনের ভাবনা বিসিবির। 

বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলছিলেন, ‘আমরা এখন টার্গেট করেছি যে, প্রিমিয়ার লিগের পর। সাধারণত এই সময়টাতেই আমাদের ফাঁকা থাকে এইচপির প্রোগ্রাম করার জন্য। আমাদের বিদেশী কোচ যারা আছেন, তাদেরকেও আমরা সেভাবেই জানিয়ে রেখেছি।’

এবার এইচপি ক্যাম্পে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের আধিক্য থাকবে। ১ মাস ক্যাম্পের পর জুলাই মাসে আয়ারল্যান্ড সফর করবে এইচপি ইউনিট। যেখানে ১টি চারদিনের ম্যাচের সঙ্গে ওয়ানডে আছে ৫টি। সেখান থেকে ফিরে আগস্ট-সেপ্টেম্বরে আবার চলবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর শ্রীলঙ্কা সফর করবে এইচপি দল। কথা চলছে পাকিস্তান, ওয়েন্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে। এছাড়া এশিয়ান গেমসে অংশ নেবে এইচপি ইউনিট।

দুর্জয় বলেন, ‘নতুন একটা ইভেন্ট আসছে এশিয়ান গেমস। এখানে অনুর্ধ্ব-২৩ দল খেলে। আসলে এইচপির দলটাই এখানে কোয়ালিফাই করবে। এবং এইচপি দলই যাবে। এছাড়া জুলাইতে আমাদের আয়ারল্যান্ড সফর আছে। তো এটার জন্য জুন থেকে ক্যাম্প হবে। আর সেপ্টেম্বরে এশিয়ান গেমস।’

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে