ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বার্সাকে দুঃসংবাদ শোনালেন ব্রাজিলিয়ান আলভেস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:০

গত রোববার অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দীর্ঘদিন পর বড় ম্যাচ জেতার স্বাদ পেয়েছিল বার্সা। এর আগে হারিয়েছিল আলাভেসকে। শেষ দুটো সপ্তাহ তাই বেশ কাটছে দলটির। তবে এবার দলটি পেল এক দুঃসংবাদ। ব্রাজিলিয়ান দানি আলভেসকে কমপক্ষে চার ম্যাচে পাচ্ছে না দলটি।

না কোনো চোটের কারণে নয়, আলভেস দিব্যি সুস্থ আছেন। তাকে বার্সেলোনা পাচ্ছে না নিষেধাজ্ঞার কারণে। অ্যাটলেটিকোর বিপক্ষে সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তিনি। সে কারণে যে নিষেধাজ্ঞা আসছে, তা জানাই ছিল। 

এমনিতে লাল কার্ডের জন্য নিষেধাজ্ঞা এক ম্যাচের। তবে সরাসরি লাল কার্ডে নিষেধাজ্ঞাটা বেড়ে দাঁড়ায় দুই ম্যাচে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৬৮ মিনিটে ঘটে ঘটনাটা। বল পায়ে এগোতে থাকা ইয়ানিক ফেরেইরা কারাসকোকে ফাউল করে বসেন তিনি।

ভিএআর যাচাই করে এসে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে বসেন। ভিএআর দেখে রেফারির মনে হয়েছে, বুটের স্পাইকের ব্যবহার করেছিলেন তিনি, আর বলের দখল নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। সে কারণেই তাকে দেখানো হয়েছে লাল কার্ড।

সেই লাল কার্ডের ফলেই তিনি নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচে। যার ফলে আগামী রোববার এস্পানিওলের বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি, বার্সেলোনা তাকে পাচ্ছে না ভ্যালেন্সিয়ার বিপক্ষে পরের ম্যাচেও। 

এর ফলে বার্সার হয়ে তিনি খেলতে পারবেন না আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন ভিয়ারিয়ালের মুখোমুখি হবে দলটি, সেই ম্যাচ দিয়ে ফিরতে হবে তাকে। যে দুই লিগ ম্যাচ খেলতে পারবেন না তিনি, সেই দুটোর মাঝামাঝিতেও আরও দুই ম্যাচ আছে দলটির। আগামী ১৭ ও ২৫ ফেব্রুয়ারি ইউরোপার প্লে অফে ন্যাপোলির মুখোমুখি হবে বার্সা, ইউরোপের দ্বিতীয় সারির এই টুর্নামেন্টের জন্য তাকে নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। ফলে এই টুর্নামেন্টে তাকে খেলাতে পারবে না ক্লাবটি। সে কারণেই আলভেসের এই নিষেধাজ্ঞাটা কার্যত চার ম্যাচের হয়ে দাঁড়িয়েছে।

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে