কারো ছেড়ে যাওয়া পদে আমি আগ্রহী নই: রিয়াজ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন চিত্রনায়ক রুবেল ও খলঅভিনেতা ডিপজল। তারা দু’জনই লড়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে। তাদের বিপরীতে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ডিএ তায়েব।
এই নির্বাচনে অন্যতম ফেভারিট প্রার্থী ছিলেন রিয়াজ। প্রচারণায়ও ছিলেন সরব। তবে শেষ পর্যন্ত জিততে পারেননি এই নায়ক। সেই কারণও তিনি ঢাকা পোস্টের কাছে বিস্তারিত আলাপে তুলে ধরেছিলেন।
এদিকে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) রুবেল জানিয়েছেন, তিনি সহ-সভাপতির পদ থেকে সরে যেতে চান। দিন দুয়েকের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে চাইছেন।
নিজের পদত্যাগের পাশাপাশি রুবেল এ-ও জানিয়েছেন, তার স্থানে যেন রিয়াজ দায়িত্ব পালন করে। রুবেল বলেন, ‘আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। আমার ছোট ভাইয়ের মতো। আর সে কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিল। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে।’
এ বিষয়ে কী ভাবছেন রিয়াজ? সেটা জানার জন্য যোগাযোগ করা হয় তার সঙ্গে। বলেন, ‘রুবেল ভাই একজন গুণী মানুষ, আমার পরম শ্রদ্ধেয় মানুষ। শিল্পীরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি চাই, তিনিই দায়িত্বে থাকুন।’
কারো ছেড়ে যাওয়া পদে আগ্রহ নেই জানিয়ে রিয়াজ বলেন, ‘এটা রুবেল ভাইয়ের চাওয়া, আমি এটাকে সম্মান জানাচ্ছি। তবে আমি আসলে কারো ছেড়ে যাওয়া পদে আগ্রহী নই। শিল্পীদের জন্য কাজ করতে পদের দরকার নেই। আমি আগেও শিল্পীদের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব।’
রুবেলকে তার পদে থাকার অনুরোধ জানিয়ে রিয়াজ বলেন, ‘রুবেল ভাই দীর্ঘদিন ধরে সমিতিতে দায়িত্ব পালন করেছেন। শিল্পীদের প্রতি তার দায়িত্ববোধ আছে। আমি তাকে অনুরোধ করব, যেন পদত্যাগ না করেন। এর মাধ্যমেই শিল্পীদের প্রতি, তাদের ভোটের প্রতি সম্মান জানানো হবে। কারণ তারা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।’
বেলাল / বেলাল
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা