রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
মৌসুমের শুরু থেকেই রীতিমতো উড়ছে ম্যানচেস্টার সিটি। একের পর এক জয়ের এগিয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক শিরোপার পথে। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে নরউইচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এ নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইলো তারা। পয়েন্ট টেবিলেও নিরাপদ দূরত্ব বজায় রাখলো দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে। নরউইচের মাঠে গিয়ে পাওয়া বড় জয়ের মূল কারিগর ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং। তিনি একাই করেছেন তিন গোল।
নরউইচের মাঠে খেলতে গিয়ে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো সিটিজেনরা। কিন্তু রিয়াদ মাহরেজের পাস থেকে বার্নার্দো সিলভার শট দূরের পোস্টে বাধা পেয়ে ফেরত আসে। ফলে গোলবঞ্চিত হয় ম্যান সিটি।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের বয়স ত্রিশ মিনিট পেরোতেই প্রথম গোল করেন স্টার্লিং। ডান দিক থেকে কাইল ওয়াকারের এগিয়ে দেওয়া বল ধরে কোনাকুনি শটে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে সিটিকে লিড এনে দেন এ ফরোয়ার্ড।
এই এক গোল নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। জটলার মধ্য থেকে তার শট কোনোমতে গোললাইন পেরিয়ে যায়। এরপর ৭০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং।
আর হ্যাটট্রিক পূরণের জন্য অপেক্ষা করতে হয় একদম ৯০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন বদলি হিসেবে নামা লিয়াম ডেলাপ। স্পট কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইংলিশ ফরোয়ার্ড।
এ জয়ের পর ২৫ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট রয়েছে ম্যান সিটির ঝুলিতে। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে নরউইচ সিটি। দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
শাফিন / শাফিন
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু