৩.৭৫ পেয়েছেন দীঘি
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। প্রকাশিত ফলাফলে জিপিএ ৩.৭৫ নিয়ে পাস করেছেন এই তারকা। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন দীঘি।
রোববার দুপুরে দীঘি নিজেই এইচএসসি পাসের খবরটি নিশ্চিত করেন। বলেন, ‘আমি এ মাইনাস পেয়েছি, আমার প্রাপ্ত জিপিএ ৩.৭৫। এতেই আমি অনেক খুশি। সারাদিন শুটিং শেষ করে পড়াশোনা, তার মধ্যে করোনার প্রভাব। তারপরও যে ফল পেয়েছি তা আমার জন্য ভালোই বলতে হবে।’
দীঘি আরও জানান, এখন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা তার। সেই লক্ষ্যে বেশ কিছদিন ধরে কোচিং করছেন বলেও জানান তিনি।
দীঘির এইএসসির ফল এসএসসির চেয়ে কিছুটা ভালো হয়েছে। এসএসসিতে তিনি পেয়েছিলেন ৩.৬১ আর এইচএসসি পেলেন ৩.৭৫।
উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। এরপর তিনি আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এই অভিনেত্রী।
শাফিন / শাফিন
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা