ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ভালোবাসা দিবসের আগের রাতেই বিচ্ছেদের খবর জানালেন রাখি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ১১:৩৮

অভিনেত্রী রাখি সাওয়ান্ত ১৩ ফেব্রুয়ারি রাতে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। লিখেছেন, ‘অনুরাগী ও শুভানুধ্যায়ীরা, আমি আর রীতেশ আলাদা হতে চলেছি।’

রাখি আরও লেখেন, ‘বিগ বস শো’র পর অনেক কিছু হয়েছে। যার মধ্যে অনেক কিছু আমার অবগত ছিল না, আমার হাতেও ছিল না। আমরা আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম যাতে সবকিছু ঠিকভাবে কাজ করে। কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে আমাদের আলাদা হয়ে যাওয়াই সবচেয়ে ভালো, যাতে আমরা আলাদাভাবে নিজেদের জীবন উপভোগ করতে পারি।’

রাখি তার পোস্টে আরও লেখেন, ‘আমাকে বোঝার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’বেশ কয়েক বছর ধরে রাখি নিজের বিয়ে ও বরের দাবি জানিয়ে এলেও ‘বিগ বস ১৫’-র ঘরেই প্রথম প্রবেশ করেন রীতেশকে নিয়ে। সেই সময় খোদ সালমান খানও প্রশ্ন তুলেছিলেন, ‘শো-র জন্য কোনো অভিনেতাকে তিনি ভাড়া করে নিয়ে আসেননি তো?’

পরে জানা যায়, আগের একটি স্ত্রী আছে তার। এমনকি রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধ প্রিয়া জানান, তাদের আইনত বিচ্ছেদ হয়নি।তবে কয়েকদিন আগেও রাখি রীতেশকে নিয়ে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি রীতেশকে নিয়ে খুব খুশি। আমি জানি আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। ও মোটেই তেমন নয়, যেমন ওকে সবাই দেখাতে চাইছে। আমি বেশ কিছু সময় ধরে ওর সঙ্গে আছি, তাই ওকে খুব ভালোভাবে বুঝি।’

শাফিন / শাফিন

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম