ঢাকা বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মেসিদের কাছে যেমন, এমবাপের কাছেও রিয়াল ম্যাচটা তেমন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ১১:৫৮

রিয়াল মাদ্রিদকে তার ছোটবেলার প্রিয় ক্লাব। লস ব্লাঙ্কোসদেরও ইচ্ছে ভবিষ্যতের সব পরিকল্পনা হবে তাকে ঘিরে। কিলিয়ান এমবাপে রিয়ালে যাচ্ছেন, গেল কয়েক বছর ধরে সব দলবদলের মৌসুমেই থাকে এমন খবর। তবে আর যাওয়া হয় না। এবার অবশ্য সম্ভাবনাটা বেশ জোরালো। 

আগামী মৌসুমের শুরুতে রিয়ালে যাওয়া অনেকটাই নিশ্চিত এমবাপের। এর আগেই অবশ্য নামতে হচ্ছে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে এমবাপের ক্লাব পিএসজি। এই ম্যাচ নিয়ে এমবাপের ভাবনাটা কেমন হতে পারে? রিয়াল কোচ আনচেলত্তি অন্তত মনে করছেন, অন্য খেলোয়াড়দের মতোই।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যেসব খেলোয়াড়রা খেলে, তারা সবাই চায় দলকে সাহায্য করতে ও প্রতিপক্ষকে হারাতে। এমবাপে এই ম্যাচ নিয়ে তেমনটাই ভাবছে, যেমন ভাবছে ভিনিসিয়াস, বেনজেমা অথবা মেসি। সে আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে চাইবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য।’

ম্যাচটা দারুণ হবে বলেই বিশ্বাস আনচেলত্তির, ‘দুই দলকেই দারুণ দলের বিপক্ষে খেলতে হচ্ছে, এটাই বড় চাপ। আমাদের খুব দূরের কিছু ভাবার দরকার নাই। এই ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে, চাপটা সামলাতে হবে। এটা কোনো ঘোর না, অনুপ্রেরণা। আমরা বড় একটা দলের বিপক্ষে জিততে চাই, অন্য রকম একটা স্টেডিয়ামে।’

২০১১ সাল থেকে ২০১৩ পর্যন্ত পিএসজির কোচ ছিলেন আনচেলত্তি। পার্ক দ্য প্রিন্সেসে তার অনেক স্মৃতি। এই মাঠেই পিএসজিকে হারাতে নামতে হবে আনচেলত্তির দলের। এর আগে অবশ্য পিএসজি সমর্থকদের ভালোবাসার কথা স্মরণ করেছেন ইতালিয়ান এই কোচ।

তিনি বলেছেন, ‘আমার অসাধারণ স্মৃতি আছে এই ক্লাবে। সমর্থকরা অনেক ভালোবেসেছেন। মাওরোসিও দারুণ কাজ করছে। এমন একটা ক্লাবের কোচিং সহজ কাজ না কারণ অনেক চাপ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার জয় পাওয়া। এটা তার চেয়ে বেশি কিছু আসলে।’

রিয়ালের সবচেয়ে বড় তারকা বেনজেমার খেলার বিষয়ে আনচেলত্তি বলেন, ‘আমাকে শুনতে হবে ও সিদ্ধান্ত নিতে হবে। মেডিকেলের ছাড়পত্র পেয়েছি। সে অনুশীলনে দৌড়েছে ও স্প্রিন্টিং করেছে। কিন্তু আপনার অনুভূতিটাও বুঝতে হবে। আমাকে তার কথার জন্য অপেক্ষা করতে হবে। এক মাস ধরে সে খেলছে না, কিন্তু বুঝতে হবে এটা করিম, তার খেলতে হবে।’

শাফিন / শাফিন

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি

মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

এক ম্যাচ পরেই বরখাস্ত কোচ, চেলসির দায়িত্বে যিনি

সালাহর মাইলফলক ছোঁয়া গোলে শেষ আটে মিশর

নেইমারের অবসর ভাবনা নিয়ে নতুন তথ্য

গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের গোল উৎসব

রাজশাহীকে পেছনে ফেলে শীর্ষে চট্টগ্রাম

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন রিয়াদে, অপেক্ষায় বাংলাদেশ

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন

শেষ মুহূর্তের দুই গোলে কাতালান ডার্বিতে বার্সার জয়

মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা