ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

চিৎকার করে পরীকে ‘ভালোবাসি’ বললেন রাজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ৩:৩৭

শীতের রাত। অন্ধকার চেপে বসেছে চারদিকে। কিন্তু আকাশের বুকে ঝলমল করছে চাঁদ। সেই চাঁদকে সাক্ষী রেখে সুনসান নীরবতার দেয়াল ভাঙলেন তরুণ অভিনেতা শরিফুল রাজ। চিৎকার করে বলে উঠলেন, ‘আই লাভ ইউ টু’।ভালোবাসায় টইটম্বুর এমনই একটি ভিডিও পোস্ট করেছেন আলোচিত নায়িকা পরীমণি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের রাতে কোথাও ঘুরতে গেছেন তারা। সেখানেই ভিডিওটি ধারণ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি সরু সড়কের পাশে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন রাজ। তার পরনে পাঞ্জাবি, কোট ও চাদর। রাজের অগোচরে ক্যামেরা হাতে দৃশ্যটি বন্দী করছিলেন পরী।প্রথমে রাজ বলেন, ‘তুমি না বললে সাত ঘণ্টা ধরে আমি তোমাকে রিপ্লাই দেই না?’পরী সম্মতি দেন। এরপর রিপ্লাই দেয়ার কথা উল্লেখ করে রাজ ভালোবাসাময় সেই বাক্যটি উচ্চারণ করেন। তার শব্দ প্রতিধ্বনিত হয় নীরব রাতের নিস্তব্ধ প্রকৃতিতে। রাজের এমন কাণ্ডে হাসতে হাসতে পরী বলেন, ‘পাগলা’!

এখানেই শেষ নয়, কথাটি বলে উঁচু স্থান থেকে নেমে আসেন রাজ। এরপর উপর্যুপরি চুমু ছুঁড়ে দেন প্রিয়তমা স্ত্রীর দিকে।এদিকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পরীমণির সঙ্গে তোলা কয়েকটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন শরিফুল রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি ভাগ্যবান যে তোমাকে আমার চিরজীবনের বন্ধু, প্রিয়তমা ও সহযাত্রী হিসেবে পেয়েছি। সবসময় আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা, হাসানোর জন্য এবং একজন ভালো মানুষ হওয়ার চ্যালেঞ্জ দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

‘রাজ-পরী’র মিষ্টি এই ভালোবাসার গল্প খুব বেশিদিনের না। মাত্র সাতদিনের পরিচয়ে গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করে ফেলেন পরীমণি ও রাজ। এরপর অবশ্য এ বছরের ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ইতোপূর্বে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছেন এ দম্পতি। মূলত গত ১০ জানুয়ারি পরীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মাধ্যমেই সম্পর্ক ও বিয়ের কথা প্রকাশ্যে আনেন তারা।

শাফিন / শাফিন

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম