‘সাকিব ইস্যুতে’ কলকাতা যাচ্ছেন না পাপন
সকাল থেকেই খবরটা উড়ছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিশ্বাস আর অবিশ্বাসের একটা দোলাচল তো ছিলই, সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিচ্ছিল হাস্যরসও। কারণ এমনটা ক্রিকেট বিশ্বে হয়েছে কি-না সন্দেহ। একজন ক্রিকেটারের আইপিএলের দলে জায়গা না পাওয়া নিয়ে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপের ইতিহাসে কোথাও নেই। এর মধ্যে দেশের একটি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যখন জানায়-সাকিব ইস্যুতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে ভারত যাচ্ছেন নাজমুল হাসান পাপন, তখন না চমকে উপায় থাকে?
এটা তো জানাই হয়ে গেছে-এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাননি সাকিব আল হাসান। ২ কোটি রুপি ভিত্তি মূল্যে থাকা এই অলরাউন্ডারের নাম নিলামে দুইবার ওঠালেও তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি ১০ দলের কেউই। ভারতের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রায় শুরু থেকেই আছেন তিনি। আর ২০১১ সালের পর এবারই প্রথম নিলামে উঠেও জায়গা মিলল না কোন দলে। সাকিব ভক্তরা সংগত কারণেই হতাশ! তার ওপর দেশের মাঠে বিপিএলে যখন তিনি ইতিহাস গড়ছেন, তখনই কি-না এমন অবমূল্যায়ন!
এই খবরটা যখন হতাশায় পোড়াচ্ছিল সাকিবিয়ানদের তখনই খবর রটল-খোদ পাপন এই বিষয়টা নিয়ে কথা বলতে পাশের দেশে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান সৌরভের সঙ্গে নাকি এ নিয়ে কথা বলবেন বিসিবি সভাপতি!
এই খবরের ভিত্তি নিয়ে যখন প্রশ্ন চারপাশে তখন সত্যতা খুঁজতে কথা বলেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজনের সঙ্গে। অকপটে তিনি স্পর্শকাতর এই খবরটি রীতিমতো উড়িয়ে দিলেন, ‘দেখুন, আমরা দেখেছি, শুনেছি আপনাদের মতো (সাকিব ইস্যুতে ভারতে যাওয়া নিয়ে)। কিন্তু এই ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন। একজন নির্দিষ্ট খেলোয়াড়ের বিষয়ে বোর্ড সভাপতি বা সিইও যাবে আরেকটা বোর্ডে কথা বলতে, এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়?’
খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন সিইও আরও বলেন, ‘এই তথ্যটা যে দিয়েছে, এটার কোনো ভিত্তি নেই। যে এটা প্রকাশ করেছে, তারও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন।’
অবশ্য ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটাকে আগেই উড়িয়ে দিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কারণ এমন একটা ইস্যুতে আলোচনা করতে বোর্ড প্রেসিডেন্ট উড়ে যাবেন ভারতে তা ভাবা যায় না। নিজামউদ্দিন সুজনের কথাতেও তেমনই উত্তর মিলল। সব উত্তেজনার খবরে জলই ঢেলে দিলেন সুজন!
আপাতত নাজমুল হাসান পাপনের ভারত সফরের সম্ভাবনা নিয়েও সরাসরি উত্তর নেই বিসিবি প্রধান নির্বাহীর। কারণ যিনি যাবেন সেই বোর্ড সভাপতি এখনো এ নিয়ে সিদ্ধান্ত নেননি। সুজন বলছিলেন, ‘দেখুন, দ্বিপক্ষীয় বিষয়ে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেক সময় সৌজন্য আবেদনে যেতে হয়। আমাদের কলকাতায় একটা আমন্ত্রণ ছিল ভারতের ম্যাচটা নিয়ে। কিন্তু সেটার ব্যাপারে বোর্ড সভাপতি এখনও কোনো সিদ্ধান্ত নেননি।’
শাফিন / শাফিন
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু