ঢাকা বৃহষ্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

‘সাকিব ইস্যুতে’ কলকাতা যাচ্ছেন না পাপন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ৪:৩

সকাল থেকেই খবরটা উড়ছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিশ্বাস আর অবিশ্বাসের একটা দোলাচল তো ছিলই, সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিচ্ছিল হাস্যরসও। কারণ এমনটা ক্রিকেট বিশ্বে হয়েছে কি-না সন্দেহ। একজন ক্রিকেটারের আইপিএলের দলে জায়গা না পাওয়া নিয়ে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপের ইতিহাসে কোথাও নেই। এর মধ্যে দেশের একটি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যখন জানায়-সাকিব ইস্যুতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে ভারত যাচ্ছেন নাজমুল হাসান পাপন, তখন না চমকে উপায় থাকে?

এটা তো জানাই হয়ে গেছে-এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাননি সাকিব আল হাসান। ২ কোটি রুপি ভিত্তি মূল্যে থাকা এই অলরাউন্ডারের নাম নিলামে দুইবার ওঠালেও তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি ১০ দলের কেউই। ভারতের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রায় শুরু থেকেই আছেন তিনি। আর ২০১১ সালের পর এবারই প্রথম নিলামে উঠেও জায়গা মিলল না কোন দলে। সাকিব ভক্তরা সংগত কারণেই হতাশ! তার ওপর দেশের মাঠে বিপিএলে যখন তিনি ইতিহাস গড়ছেন, তখনই কি-না এমন অবমূল্যায়ন!

এই খবরটা যখন হতাশায় পোড়াচ্ছিল সাকিবিয়ানদের তখনই খবর রটল-খোদ পাপন এই বিষয়টা নিয়ে কথা বলতে পাশের দেশে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান সৌরভের সঙ্গে নাকি এ নিয়ে কথা বলবেন বিসিবি সভাপতি!

এই খবরের ভিত্তি নিয়ে যখন প্রশ্ন চারপাশে তখন সত্যতা খুঁজতে কথা বলেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজনের সঙ্গে। অকপটে তিনি স্পর্শকাতর এই খবরটি রীতিমতো উড়িয়ে দিলেন, ‘দেখুন, আমরা দেখেছি, শুনেছি আপনাদের মতো (সাকিব ইস্যুতে ভারতে যাওয়া নিয়ে)। কিন্তু এই ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন। একজন নির্দিষ্ট খেলোয়াড়ের বিষয়ে বোর্ড সভাপতি বা সিইও যাবে আরেকটা বোর্ডে কথা বলতে, এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়?’

খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন সিইও আরও বলেন, ‘এই তথ্যটা যে দিয়েছে, এটার কোনো ভিত্তি নেই। যে এটা প্রকাশ করেছে, তারও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন।’

অবশ্য ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটাকে আগেই উড়িয়ে দিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কারণ এমন একটা ইস্যুতে আলোচনা করতে বোর্ড প্রেসিডেন্ট উড়ে যাবেন ভারতে তা ভাবা যায় না। নিজামউদ্দিন সুজনের কথাতেও তেমনই উত্তর মিলল। সব উত্তেজনার খবরে জলই ঢেলে দিলেন সুজন!

আপাতত নাজমুল হাসান পাপনের ভারত সফরের সম্ভাবনা নিয়েও সরাসরি উত্তর নেই বিসিবি প্রধান নির্বাহীর। কারণ যিনি যাবেন সেই বোর্ড সভাপতি এখনো এ নিয়ে সিদ্ধান্ত নেননি। সুজন বলছিলেন, ‘দেখুন, দ্বিপক্ষীয় বিষয়ে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেক সময় সৌজন্য আবেদনে যেতে হয়। আমাদের কলকাতায় একটা আমন্ত্রণ ছিল ভারতের ম্যাচটা নিয়ে। কিন্তু সেটার ব্যাপারে বোর্ড সভাপতি এখনও কোনো সিদ্ধান্ত নেননি।’

শাফিন / শাফিন

চোটে পড়ে যে বার্তা দিলেন এমবাপে

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : আসিফ নজরুল

বিপিএল থেকে ‘বাদ’ ভারতের উপস্থাপিকা

সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি

মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

এক ম্যাচ পরেই বরখাস্ত কোচ, চেলসির দায়িত্বে যিনি

সালাহর মাইলফলক ছোঁয়া গোলে শেষ আটে মিশর

নেইমারের অবসর ভাবনা নিয়ে নতুন তথ্য

গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের গোল উৎসব

রাজশাহীকে পেছনে ফেলে শীর্ষে চট্টগ্রাম

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন রিয়াদে, অপেক্ষায় বাংলাদেশ

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি