ঢাকা বৃহষ্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনই একগাদা রেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ৪:১

গত ৯০ বছরে এমন দিন আর আসেনি দক্ষিণ আফ্রিকার। ম্যাট হেনরির ক্যারিয়ারেও আসেনি এমন সুন্দর মুহূর্ত। ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই একগাদা রেকর্ড হলো। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলো-

১৯৩২-কোনো টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গত ৯০ বছরে একশর নিচে অলআউট হয়নি দক্ষিণ আফ্রিকা। মেলবোর্নে ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে অলআউট হওয়ার পর আজ ৯৫ রানে গুটিয়ে গেলো প্রোটিয়ারা।

৩-টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে এর আগে তিনবার প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অলআউট করেছে নিউজিল্যান্ড। তার মধ্যে সর্বনিম্ন ইনিংসটি ২০১৮ সালে গোলাপি বলের টেস্টে ইংল্যান্ডের, তারা অলআউট হয়েছিল ৫৮ রানে।

৩-টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং ফিগার ম্যাট হেনরির (৭/২৩)।। তার ওপরে কেবল আছেন অ্যাজাজ প্যাটেল (২০২১ সালে ভারতের বিপক্ষে ১০/১১৯) আর রিচার্ড হ্যাডলি (১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯/৫১)।

১-হেনরির বোলিং ফিগার ঘরের মাঠে কোনো কিউই বোলারের যৌথভাবে সেরা। ১৯৭৬ সালে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে তারই মতো ২৩ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন রিচার্ড হ্যাডলি।

১-হেনরির বোলিং ফিগারটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো কিউই বোলারের সেরা। আগের সেরাটি ছিল জন রিডের (৬/৬০), ১৯৬৪ সালে। গত ১০০ বছরে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিকও হয়েছেন হেনরি।

৯৫-দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ, নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সর্বনিম্ন। ১৯৫৩ সালে জোহানেসবার্গে ১৪৮ রানে অলআউট হওয়াই ছিল এতদিন এই দলের বিপক্ষে সর্বনিম্ন।

১০-হেনরির (৩.২৮) চেয়ে ভালো বোলিং এভারেজ নিয়ে টেস্ট ইতিহাসে ৭ উইকেট পেয়েছেন কেবল ১০ জন। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে কম রান দিয়ে ৭ উইকেট পাওয়া বোলার হিসেবে যৌথভাবে হেনরি এখন রিচার্ড হ্যাডলির পাশে (৭/২৩)।

শাফিন / শাফিন

চোটে পড়ে যে বার্তা দিলেন এমবাপে

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : আসিফ নজরুল

বিপিএল থেকে ‘বাদ’ ভারতের উপস্থাপিকা

সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি

মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

এক ম্যাচ পরেই বরখাস্ত কোচ, চেলসির দায়িত্বে যিনি

সালাহর মাইলফলক ছোঁয়া গোলে শেষ আটে মিশর

নেইমারের অবসর ভাবনা নিয়ে নতুন তথ্য

গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের গোল উৎসব

রাজশাহীকে পেছনে ফেলে শীর্ষে চট্টগ্রাম

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন রিয়াদে, অপেক্ষায় বাংলাদেশ

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি