ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনই একগাদা রেকর্ড
গত ৯০ বছরে এমন দিন আর আসেনি দক্ষিণ আফ্রিকার। ম্যাট হেনরির ক্যারিয়ারেও আসেনি এমন সুন্দর মুহূর্ত। ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই একগাদা রেকর্ড হলো। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলো-
১৯৩২-কোনো টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গত ৯০ বছরে একশর নিচে অলআউট হয়নি দক্ষিণ আফ্রিকা। মেলবোর্নে ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে অলআউট হওয়ার পর আজ ৯৫ রানে গুটিয়ে গেলো প্রোটিয়ারা।
৩-টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে এর আগে তিনবার প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অলআউট করেছে নিউজিল্যান্ড। তার মধ্যে সর্বনিম্ন ইনিংসটি ২০১৮ সালে গোলাপি বলের টেস্টে ইংল্যান্ডের, তারা অলআউট হয়েছিল ৫৮ রানে।
৩-টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং ফিগার ম্যাট হেনরির (৭/২৩)।। তার ওপরে কেবল আছেন অ্যাজাজ প্যাটেল (২০২১ সালে ভারতের বিপক্ষে ১০/১১৯) আর রিচার্ড হ্যাডলি (১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯/৫১)।
১-হেনরির বোলিং ফিগার ঘরের মাঠে কোনো কিউই বোলারের যৌথভাবে সেরা। ১৯৭৬ সালে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে তারই মতো ২৩ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন রিচার্ড হ্যাডলি।
১-হেনরির বোলিং ফিগারটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো কিউই বোলারের সেরা। আগের সেরাটি ছিল জন রিডের (৬/৬০), ১৯৬৪ সালে। গত ১০০ বছরে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিকও হয়েছেন হেনরি।
৯৫-দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ, নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সর্বনিম্ন। ১৯৫৩ সালে জোহানেসবার্গে ১৪৮ রানে অলআউট হওয়াই ছিল এতদিন এই দলের বিপক্ষে সর্বনিম্ন।
১০-হেনরির (৩.২৮) চেয়ে ভালো বোলিং এভারেজ নিয়ে টেস্ট ইতিহাসে ৭ উইকেট পেয়েছেন কেবল ১০ জন। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে কম রান দিয়ে ৭ উইকেট পাওয়া বোলার হিসেবে যৌথভাবে হেনরি এখন রিচার্ড হ্যাডলির পাশে (৭/২৩)।
শাফিন / শাফিন
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু