ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সংগীতের মধ্যে বেচে থাকতে চাই আমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৫:৪৪
জনপ্রিয় সংগীতশিল্পী  দিভিয়া আক্তার জেসমিন বর্তমান সময়ে বেশ জনপ্রিয় কিছু নতুন গান করেছে। তাছাড়া স্টেজ শো ও মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।  বিনোদন সাংবাদিকের সাথে একান্ত আলাপ কালে কথা বলেছেন তিনি।
 
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। 
 
আপনার মৌলিক গান নিয়ে বলুন?
আমার বেশ কয়েকটি মৌলিক গান আছে আমি খুবই ভাগ্যবান যে শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান স্যারের লেখা ও সুরে  মৌলিক গান করেছি গান টির নাম মন দিয়েছিলাম আমি যারেরে সে তো মনে রাখে নাই আমারে প্রথম প্রকাশিত হয় বাংলাদেশ টেলিভিশনে ২০২০ সালে ৭ডিসেম্বর। এছাড়াও জহুরুল ইসলাম জনি ভাইয়ার লেখা গান করেছি। জানতাম না রে তুই পাষানের অন্তত এত ময়লা এই গানটি লাখ মানুষের হ্রদয়ে নাড়া দিয়েছে আর শত শত কমেন্ট এই গান টা শুনে অনেক মানুষ কেঁদেছোও এমন মন্তব্য ও ছিল ভালোবাসার না পাওয়ার ব্যাথা ছিল এই গানে। এছাড়াও আফজাল শরীফ,নুরে আলম মামুন,আলি মোস্তফা মনির হোসাইন মনি এদের লেখা এবং সুরে গান।
 
আপনার কোন ধরনের গান করতে ভালো লাগে?
আমি ফোক গান গাইতে বেশি ভালোবাসি ফোক গান আমার প্রানের সাথে মিশে আছে যেন এবং আমি ফোক গানের পাশাপাশি আধুনিক গান ও করি। সব ধরনেরই গান গাইতেই ভালো লাগে আমার।
 
আপনি কোন কোন টেলিভিশনে গানের শো করেছেন?
এন টি ভি তে, বাংলাদেশ টেলিভিশনে, বাংলা টিভিতে, আরও বেশ কয়েকটা টেলিভিশনে কাজ করব সামনে। 
 
বতর্মান সময়ে আপনি কি নিয়ে ব্যাস্ত আছেন?
মৌলিক গান নিয়ে ব্যাস্ত এবং কন্সাট  করছি প্রচুর এই ভাবেই সময় কাটছে।
 
প্রথম কোন গান দিয়ে শিল্পী হিসেবে পরিচিত লাভ করেন। 
আমি প্রথমে লালন গান গেয়েছেলাম সেই গান টা ছিল মিলন হবে কত দিনে লালন গান টা গাওয়ার পর সবাই আমাকে নাম দিলো লালন কন্যা জেসমিন এটা ছিল অডিয়েন্সদের ভালোবাসা এই ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। 
 
কোন ধরনের গান গুলো বেশ স্বাচ্ছন্দ্যেবোধ করেন?
লালনগীতি,লোকগীতি মাটির গান আমাদের এগুলো গাইতে বেশি স্বাচ্ছন্দ্যেবোধ করি। 
 
বর্তমান একজন শিল্পীর জনপ্রিয় তুলনা করা হয় ভিউ, এই সম্পর্কে আপনার মতামত কি?
ভিউ দিয়ে গানের মান বিবেচনা করা যায় না তাদের কেউ মনে রাখে না তারা যে ভাবে আসে আবার সেই ভাবেই ফিরে যায় অনেকেই আছে এরকম যাদের গান ভিউ ছিল কিন্তু এখন তাদের আর তেমন গান টান আসে না। একজন শিল্পীর জনপ্রিয় হতে ভিউ এর প্রয়োজন নেই গানের মান কেমন সেটাই দেখা উচিৎ। 
 
গানের জগতে আপনি কাদের আইডল হিসেবে মানেন?
শ্রদ্বেয় ফরিদা পারভীন মেম রুনা লায়লা সাবিনা ইয়াসমিন মমতাজ ম্যাম যাদের কে আমার আইডল মানি।
 
বতমানে সময়ের কি গানের কোনো পরিবতন এসেছে? 
আগের হারানোর দিনের গান গুলো এখনো মনোযোগ দিয়ে শুনে কিন্তু এখন তো তেমন ভাবে আগের দিনের মতো গান পাওয়া যায় না গান ভাইরাল হয় কিন্তু সেটা কয়েক পর আর চলে না।
 
বেশিভাগ শিল্পী গানের অডিও চেয়েও ভিডিও বেশি মমনোযোগী, 
 
এই নিয়ে আপনার মন্তব্য?
ভিডিও টা সুন্দর করে যেন ভাইরাল হই ভিডিও টা তাই গানের চেয়ে ভিডিও বেশি সুন্দর করে ।

শাফিন / শাফিন

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা