ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

পুতিনের বিমানে সোনায় মোড়ানো টয়লেট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ১০:০

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিত্ত-বৈভবে ভরপুর এক জীবন তার। হাতের ঘড়ি থেকে শুরু করে উড়োজাহাজ— সবকিছুতেই আছে বিলাসিতার ছাপ। বিশ্বের অন্য বিশ্বনেতাদের বিমানের চেয়ে পুতিনের বিমানের গতিও অনেক বেশি। ব্যক্তিগত এ বিমানের টয়লেটটি সোনার পাতে মোড়ানো। যেখানে আছে জিম এবং বিরাট সাইজের পালঙ্ক।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে নিজের ওই ব্যক্তিগত বিমানে করে সুইজারল্যান্ড যান পুতিন। ‘ফ্লায়িং ক্রেমলিন’ নামে পরিচিত এই বিমানটি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। পুতিনের এ বিমানটির মূল্য ৪ হাজার ৫৯৯ কোটি টাকারও বেশি। বিলাসী এই বিমানের টয়লেটসহ বেশ কিছু অংশ সোনায় মোড়ানো।

জানা গেছে, রুশ প্রেসিডেন্টের ব্যবহৃত বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্র্যাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষের টেবিলটিতেও রয়েছে সোনার কারুকাজ। এছাড়া রয়েছে বিলাসীতার যাবতীয় সুবিধা।

বিমানটিতে আছে জিম, পূর্ণ সজ্জিত বার এবং বেডরুম। এর প্রতিটি কোনায় চোখে পড়ে রাষ্ট্রীয় আভিজাত্য। কিন্তু একই সঙ্গে একজন বিশ্বনেতাকে বহনের জন্য প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকে পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণে থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারেন প্রেসিডেন্ট।

এই বিমানে চড়েই গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় পৌঁছানোর পর প্রায় আড়াই ঘণ্টা ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে একই বিমানে ফিরে গেছেন তিনি।

প্রীতি / প্রীতি

দার্জিলিংয়ে ব্যাপক বর্ষণ-পাহাড়ধস : নিহত ২৮, আটকা বহু পর্যটক

গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩

দ্রুত গাজা শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৪৫

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি

ভারতে ছোট কাপড় পরা মডেলদের শাসাল হিন্দু শক্তি সংগঠন

উত্তাল ইউরোপের এক দেশ, নেপথ্যে নির্বাচন

হামাস সম্মতি দিলেই সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল

গাজায় অভিযান বন্ধ : ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর

ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস

ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বললেন ট্রাম্প