ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

পরীমণির স্বামীকে ‘মৃত’ ঘোষণা করেছে ফেসবুক!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-২-২০২২ বিকাল ৬:১৮

গত কয়েকদিন ধরেই ফেসবুকে অনুপস্থিত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির স্বামী নায়ক শরিফুল রাজ। সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি পরীকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। এরপর থেকে আর কোনও আপডেট নেই তার।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজের আইডি ঘুরে দেখা যায় এই অভিনেতাকে রিমেম্বারিং’ দেখা হচ্ছে। অর্থাৎ ফেসবুকের হিসেবে তিনি এখন মৃত! সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জ্যান্ত অবস্থায় অভিনেতার আইডিতে এমন লেখা দেখে বিস্মিত প্রকাশ করছেন তার ভক্তরা!

এ ঘটনায় নায়ক শরীফুল রাজও বিব্রত। তিনি জানান, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। তার মতে, কেউ তার আইডিকে জানিয়ে রিপোর্ট করে এই ঘটনা ঘটিয়েছে। যা খুবই দুঃখজনক। দ্রুত আইডি ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।এর আগে চিত্রনায়ক জায়েদ খানকে ফেসবুকে একাধিকবার ‘রিমেম্বারিং’ দেখানো হয়েছিল। একই পরিস্থিতে পড়েছিলেন লেখক তসলিমা নাসরিন, অভিনেতা জিয়াউল হক পলাশসহ আরও কয়েকজন।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা পরীমণি ও শরীফুল ইসলাম রাজ। এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন নায়িকা। পরে অবশ্য ২২ জানুয়ারি বড় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজপরী।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা