ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

দূরে কোথাও হারিয়ে যেতে চান পরীমণি ও রোশান!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১১:৫১

তাদের গল্পটা শুরু হয়েছিল ২০১৬ সালে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ ছয় বছরের বিরতি। ফের বড় পর্দায় একসঙ্গে আসছেন তারা। সেই উপলক্ষে রোম্যান্টিক গানে মিষ্টি রসায়নে মজতে দেখা গেল তাদের।

বলছি চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক রোশানের কথা। তারা নতুন করে জুটি বেঁধেছেন ‘মুখোশ’ সিনেমায়। আগামী ৪ মার্চ এটি মুক্তি পাচ্ছে দেশজুড়ে। এ উপলক্ষে চলছে প্রচারণা। যেটার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ করা হয়েছে একটি গান।

গানটির শিরোনাম ‘ও মন’। লিখেছেন আব্রাহাম তামিম। ইমন চৌধুরীর সুর-সংগীতে গেয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানের দৃশ্যে দেখা গেল, পরীমণি ও রোশান কখনো গাড়িতে, কখনো রেস্তোরাঁয় আবার কখনো সবুজ প্রকৃতির মাঝে গিয়ে ভালোবাসায় মেতে উঠেছেন। ঠোঁট মিলিয়ে গাইছেন, ‘ও মন চলো দূরে দূরে কোথাও হারাই, ও মন চলো বাঁচি ভালোবাসার ইশারায়।’

এর আগে ‘মুখোশ’ সিনেমার ট্রেলার ও টাইটেল গান প্রকাশ হয়েছে। সেগুলো পেয়েছে প্রশংসা। দর্শকের মাঝেও তৈরি করেছে আগ্রহ। এখন দেখার পালা, মুক্তির পর কতটা সফল হতে পারে সিনেমাটি।

উল্লেখ্য, ‘মুখোশ’ নির্মাণ করেছেন ইফতেখার শুভ। এটি নির্মাতার লেখা উপন্যাস ‘পেজ নাম্বার ৪৪’ অবলম্বনে নির্মিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিবেশনা করছে কপ ক্রিয়েশন।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম, পরীমণি ও রোশান। এছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা