প্রথমবার লেসবিয়ান ক্রাইম ড্রামা নিয়ে আসছেন রামগোপাল বার্মা
সমকামিতা নিয়ে ছবি নতুন নয়। আগেও হয়েছে। এমন ছবির তালিকা বেশ লম্বা। যেখানে রয়েছে ‘এক লড়কি কো দেখা তো অ্যাসা লাগা’, ‘শুভ মঙ্গল জাদা সাবধান’… সদ্যমুক্তিপ্রাপ্ত ‘বধাই দো’। বলিউডে সমকামিতা নিয়ে আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে।
এই ছবিতে আছে ভিন্নতা। সমকামিতাই এখানে প্রধান বিষয় নয়, এটি ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম ড্রামা। ছবির পরিচালক রাম গোপাল বার্মা। অন্য ছবির তুলনায় অনেক বেশি বোল্ড, অনেক বেশি সাহসী। ছবির নাম ‘ডেঞ্জারাস: খত্রা’। তাতে অভিনয় করেছেন বাংলার নয়না গঙ্গোপাধ্যায়। যাকে প্রায়ই দেখা যায় রামগোপালের ছবিতে। তিনি বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এর কিরণময়ীও। ২০২২ সালের ৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডেঞ্জারাস: খত্রা’।
রামগোপালের সাহসী ও বোল্ড ছবিতে নাকি বেশ ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য রয়েছে। সেই ঘনিষ্ঠ মুহূর্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ফলে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির তারিখ। অনেকদিন থেকেই সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় ছিল এই ছবি। ছবিটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে।
কবে ছবি মুক্তি পাচ্ছে সেই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রামগোপাল বার্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেছেন, ‘দুই নারীর অন্তরঙ্গ সম্পর্ককে তুলে ধরেছি। ভাবতে পারিনি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাব। সেকশন ৩৭৭ মানার পরই হয়ত বিষয়টা এত সহজ হয়েছে। এটাই ভারতের প্রথম লেসবিয়ান ছবি, যেটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। না হলে আমি হতাশ হয়ে যেতাম।’
ছবিতে নয়নার বিপরীতে অভিনয় করেছেন অপ্সরা রানি। যে চরিত্রে তাদের দেখা যাবে, তারা দুজনই পুরুষতান্ত্রিক সমাজে থেকে বীতশ্রদ্ধ। ফলে একে-অপরের কাছাকাছি চলে আসে। ছবি নিয়ে শুরু থেকেই দারুণ এক্সাইটেড ছিলেন নয়না। বলেছেন, ‘আমি খুব এক্সাইটেড ও ভয়ে আছি। জানি না কী রকম প্রতিক্রিয়া আসবে। কিন্তু এটুকু বলতে পারি অনেক পরিশ্রম করেছি এ ছবির জন্য।’
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’