নতুন গানে দুই সহোদর
অনলাইন প্লাটফর্মে অচিরেই প্রকাশিত হচ্ছে দুই সহোদর রেজাউল করিম এবং দিদারুল করিমের নতুন আধুনিক এবং ফোক আঙ্গিকের দুটি মৌলিক গান। বাংলাদেশের অন্যতম গীটার বাদক এবং সার্গীটের উদ্ভাবক নাসির উদ্দিনের সংগীত আয়োজনে ইতি মধ্যে গান দুটির কাজ সম্পন্ন হয়েছে। গান দুটির কথা লিখেছেন কাতার প্রবাসী কবি, গল্পকার কামাল খোকন। বিরহ বিষম জ্বালা” গানটির সুর এবং কন্ঠ দিয়েছেন বড়ো ভাই বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রেজাউল করিম এবং যে পথে আজ কাঁদামাটি” গানটি গেয়েছেন দিদারুল করিম গানটির সুরও করেছেন শিল্পী নিজে। উল্লেখ্য যে, ফরিদপুরের ভাঙ্গা থানার সন্তান রেজাউল করিম এবং দিদারুল করিম দুজনেই বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের অধুনিক গান এবং নজরুল সংগীতের নিয়োমিত শিল্প পাশাপাশি বড়ো ভাই রেজাউল করিম ছায়ানটের শিক্ষকতা করছেন এবং ছোট ভাই দিদারুল করিম সংগীত চর্চার পাশাপাশি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত। বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের নিয়োমিত অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন বেসরকারি টেলিভিশন,রেডিওতে নিয়োমিত অনুষ্ঠান করে আসছেন সাথে স্টেজ প্রগ্রমতো রয়েছেই। প্রানে গানে অন্তরে এবং সঘন শ্রাবণ শিরোনামে দুটি একক গানের এলবাম রয়েছে নজরুল সংগীত শিল্পী রেজাউল করিমের এবং দিদারুল করিমেরও গানের এলবাম মানব তরণী এবং দলছুট মেঘ শিরোনামে দুটি এলবাম রয়েছে। যার মধ্যে দলছুট মেঘ এর পাঁচটি গানের মধ্যে চারটি গানের কথা ও সুর শিল্পীর নিজের। এলবামটির সংগীত আয়োজনে ছিলেন কোলকাতার অন্যতম সংগীত পরিচালক অমিত ব্যার্নাজ্যি। ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত দুই সহোদরের ঐকান্তিক ইচ্ছা নিয়োমিত ভাবে গানের চর্চা করে যাওয়া।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’