ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

একান্ত আলাপনে ম.ম মোর্শেদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২২ বিকাল ৫:১৫

ম ম মোর্শেদ শুধু একজন অসাধারণ অভিনেতাই নন, তিনি একজন ভালো মনের মানুষ। অভিনয় জীবন শুরু করেছিলেন ছোটবেলা থেকে থিয়েটার মঞ্চে। পরবর্তীতে মোর্শেদ এলেন টেলিভিশন এবং সিনেমায়। অভিনয়ের মধ্যেই সময় বার করে আবৃত্তির চর্চা করে চলেছেন এখনও। ফিল্ম ক্লাব আন্দোলন, শর্টফিল্ম ফোরাম, ফিল্ম শিক্ষা করেছেন বহু ভাবে দেশী-বিদেশী একাধিক শিক্ষকের অধীনে। কবিতা লেখার চর্চা, স্ক্রিপ্ট লেখার চর্চা, এডিটিং শিক্ষাও করেছেন। ডিরেকশন শুরু করেছেন খুবই সফলতার সঙ্গে। ম ম মোর্শেদকে আধ্যাত্মিক অভিনেতা বলা যায় এই কারণে, অভিনয়ের সময় উনি শুধু চরিত্রর স্পিন টা মাথায় নিয়ে শুরু করেন, বাকিটা উদয় হয় কেমন যেন অলৌকিকতার মধ্যে দিয়ে। এই  স্প্রিটুয়াল অ্যাক্টর এর সাথে সাম্প্রতিক কিছু আলাপ চারিতা।

 আপনার জন্মস্থান এবং ছোটবেলার সম্পর্কে কিছু বলুন ?

ম.ম:জন্মস্থান সোনাখালী, বামনা উপজেলা, বরগুনা, নানাবাড়িতে। শৈশব কেটেছে মূলত ৪ জায়গায়। (১) শৈলকূপা, ঝিনেদা, (২) নানাবাড়ী (৩) দাদাবাড়ী আমুয়া, ঝালকাঠী এবং (৪) বরিশাল শহরে। কৈশর এবং যৌবনের কিছু অংশ কেটেছে বরিশাল সদরে। বরিশাল উদয়ন স্কুলে পড়াকালীন বক্সিং, জুডো, কারাতে এবং অভিনয়ের সাথে পরিচয়। কলেজকালীন সময়ে অভিনয়ের পাশাপাশি যুক্ত হয় আবৃত্তি, কবিতা লেখা, এবং ফিল্ম শিক্ষা। এর পর ঢাকায় পড়তে এসে নানান কিচ্ছা কাহিনী। এখন চলছে জীবন অনিয়মে।

প্রত্যেক মানুষের জীবনে ছোটবেলায় কিছু স্বপ্ন থাকে ,আপনার স্বপ্ন কি ছিল ?

ম.ম:স্বপ্ন নির্দিষ্ট ছিলনা। স্বপ্ন পরিবর্তিত হত বারবার, নতুন-বাস্তবতার সাথে নতুন-জ্ঞানের সাথে।

প্রথম যেদিন টেলিভিশন নাটকের জন্য ক্যামেরার সামনে দারিয়েছিলেন সেই অনুভুতিটা কেমন ছিল ম.ম: খুবই স্বাভাবিক ছিলাম।সে সময় জীবন এবং চরিত্র ভাবনা সহজ-একপেশে ছিল, আমার। তবে এখন সর্বদা ভয় লাগে, ধারনা করি এই অন্তর্গত-ভয় আমাকে সাহায্য করে।

আপনি এ পর্যন্ত অসংক্ষ জনপ্রিয় একক এবং ধারাবাহিক নাটক এ কাজ করেছেন এদের মধ্যে এমন একটা নাটকের নাম বলুন যার চরিত্র আজও আপনার মনে গেথে আছে ?

ম.ম:অধিকাংশ শিল্পী অতৃপ্ত পৃথিবীতে। নিজেরটা গেঁথে থাকে না। অন্যেরটাই মনে থাকে শুধু ভাবে আর চিন্তিত হয়।

প্রথমবারের মতো ম۔ ম পৃথ্বী তার চিত্রনাট্য ও পরিচালনায় একটি একক নাটক নির্মাণ করলেন ,একজন বাবা হিসেবে আপনার অনুভূতি বা বক্তব্য কি ?

ম.ম:অনুভূতি মিশ্র। কিছুটা সুখকর কিছুটা বেদনার, বড় কম-বয়সে শুরু করেছে বা করতে হয়েছে।

নতুন যারা মিডিয়াতে অভিনয় করতে চায় তাদেরকে কি পরামর্শ দিতে চান ?

 ম.ম:নাচ, গান, পেইন্টিং, অভিনয় ইত্যাদি অনিশ্চিত পেশা, এগুলোতে না আসাই ভাল। তবুও যদি কেহ আসতেই চায় তবে ভালভাবে চর্চা করে শিখে-পড়ে আশা মঙ্গল

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ?

ম.ম:আমরা একটি ইউটিউব চ্যানেল ডেভলপ করার চেষ্টা করছি, সম্ভব হলে একবার ঘুরে আসবেন, দু'একটা ভিডিও ভাল লাগতেও পারে। চ্যানেলের নামঃ mo mo morshed official. চ্যানেল-লিংকঃচ্যানেল-লিংকঃ https://www.youtube.com/channel/UCLfQn_S0UiiJOkiphSyCc_g

আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা