ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ইব্রাহিম রাইসির জয়ে গভীর উদ্বেগে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ১০:৪৬

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিচারক ইব্রাহিম রাইসির জয়ে গভীর উদ্বেগে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের নতুন প্রেসিডেন্ট দেশটির পরমাণু কার্যক্রমের গতি আরও বাড়িয়ে দিতে পারেন এমন দাবি করে ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ জানানো উচিত বলে মনে করে দেশটি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলছেন, ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কট্টরপন্থি প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইরানের নতুন এই নেতা হয়তো দেশটির পরমাণু কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি গতিশীল করবেন।

শনিবার সন্ধ্যায় ইব্রাহিম রাইসিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আর্শীবাদপুষ্ট রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট।

দেশটির প্রভাবশালী রেভুলোশনারি গার্ডেরও রাইসির প্রতি সমর্থন ছিল। শুক্রবারের নির্বাচনে রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

নির্বাচনে জয়ী ঘোষণা করার পর এক বিবৃতিতে সরকারের ওপর জনগণের বিশ্বাস বাড়ানোর প্রতিজ্ঞা করেন রাইসি। এছাড়া সমগ্র জাতির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া ইরানকে বিপ্লবী এবং দুর্নীতি-বিরোধী সরকার প্রতিষ্ঠার কথা জানান ৬০ বছর বয়সী এই শিয়া আলেম।

প্রীতি / প্রীতি

দার্জিলিংয়ে ব্যাপক বর্ষণ-পাহাড়ধস : নিহত ২৮, আটকা বহু পর্যটক

গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩

দ্রুত গাজা শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৪৫

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি

ভারতে ছোট কাপড় পরা মডেলদের শাসাল হিন্দু শক্তি সংগঠন

উত্তাল ইউরোপের এক দেশ, নেপথ্যে নির্বাচন

হামাস সম্মতি দিলেই সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল

গাজায় অভিযান বন্ধ : ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর

ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস

ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বললেন ট্রাম্প