মান্দায় সন্ত্রাসী আনসার বাহিনীর তান্ডব ও মারপিটে আহত ৩
নওগাঁর মান্দায় সন্ত্রাসী আনসার বাহিনীর তান্ডব ও মারপিটে ৩ জন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ায়। আহতরা হলেন, ওই গ্রামের লজের আলী ফকিরের ছেলে আনিছুর রহমান (৪৫), আঙ্গুর হোসেন (২৫) এবং আনিছুরের স্ত্রী খাদিজা বেগম (৩৫)।
অপর দিকে সন্ত্রাসী আনছার উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া মৎস্যজীবী পাড়া গ্রামের নুর বক্স আলী প্রামানিকের ছেলে। আনছার এর নেতৃত্বে আজহার আলী, সোজাহার আলী এবং মোজাহার আলী ধাওয়া করে আহতদেরকে মারপিট করে গুরুতর জখম করেন। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় পাকুড়িয়া মৎস্য মৎস্যজীবী পাড়ায় আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে আনছারসহ তার বাহিনীর লোকজনকে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী আনসার ও তার বাহিনী এলাকায় বিভিন্নভাবে তাণ্ডব চালিয়ে আসছে। তাদের অত্যাচার ও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আনছার হুংকার দিয়ে বলেন, যত কিছু হয় এমপি মহোদয় দেখে নিবে। স্থানীয় চেয়ারম্যান আমার হাতে আছে। কে কি করবে আমার। এভাবে হুংকার দিয়ে প্রজেক্টের পুকুর খননের নামে মৎস্যজীবীদের টাকা আত্মসাৎ, খাস জমি কবুলিয়ত রেজিস্ট্রি করে দেওয়ার নামে ৮৬ জন মৎসজীবির নিকট থেকে প্রায় দেড় লক্ষ টাকা আদায়। এছাড়াও মসজিদ, গোরস্থান ও ঈদগাহের নামে বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাৎ করেন। সে এলাকায় বড় নেতা ও গডফাদার সেজে ভিজিডি,ভিজিএফের কার্ড এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার নামে বিভিন্ন পরিবারের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন। তাকে এলাকায় অন্যায়কারীর ভূমিদস্যু ও আত্মসাৎকারী নামে সবাই চেনেন। মারপিটের ঘটনার পরও তিনি ক্ষান্ত হননি। বিভিন্ন ক্যাডার বাহিনীর দিয়ে মামলা না করার জন্য আহতের পরিবার ও গ্রামবাসীকে হুমকি
দিচ্ছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওই এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান, ছহির উদ্দিন, আব্দুর রাজ্জাক, জইম উদ্দিন, শামসুল, জাহাঙ্গীর আলম ও শামীম হোসেন প্রমুখ।
এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তারা মামলা করতে চাইলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
কৃষির আধুনিকায়নে আসছে ২৫ বছরের মহাপরিকল্পনা
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
১৫৮ ইউএনওকে বদলি
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
Link Copied