ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মান্দায় সন্ত্রাসী আনসার বাহিনীর তান্ডব ও মারপিটে আহত ৩


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২২ বিকাল ৫:১৪
নওগাঁর মান্দায় সন্ত্রাসী আনসার বাহিনীর তান্ডব ও মারপিটে ৩ জন গুরুতর আহত হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ায়। আহতরা হলেন, ওই গ্রামের লজের আলী ফকিরের ছেলে আনিছুর রহমান (৪৫), আঙ্গুর হোসেন (২৫) এবং আনিছুরের স্ত্রী খাদিজা বেগম (৩৫)। 
 
অপর দিকে সন্ত্রাসী আনছার উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া মৎস্যজীবী পাড়া গ্রামের নুর বক্স আলী প্রামানিকের ছেলে। আনছার এর নেতৃত্বে আজহার আলী, সোজাহার আলী এবং মোজাহার আলী ধাওয়া করে আহতদেরকে মারপিট করে গুরুতর জখম করেন। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
 
এ ঘটনায় পাকুড়িয়া মৎস্য মৎস্যজীবী পাড়ায় আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে আনছারসহ তার বাহিনীর লোকজনকে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী আনসার ও তার বাহিনী এলাকায় বিভিন্নভাবে তাণ্ডব চালিয়ে আসছে। তাদের অত্যাচার ও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আনছার হুংকার দিয়ে বলেন, যত কিছু হয় এমপি মহোদয় দেখে নিবে। স্থানীয় চেয়ারম্যান আমার হাতে আছে। কে কি করবে আমার। এভাবে হুংকার দিয়ে প্রজেক্টের পুকুর খননের নামে মৎস্যজীবীদের টাকা আত্মসাৎ, খাস জমি কবুলিয়ত রেজিস্ট্রি করে দেওয়ার নামে ৮৬ জন মৎসজীবির নিকট থেকে প্রায় দেড় লক্ষ টাকা আদায়। এছাড়াও মসজিদ, গোরস্থান ও ঈদগাহের নামে বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাৎ করেন। সে এলাকায় বড় নেতা ও গডফাদার সেজে ভিজিডি,ভিজিএফের  কার্ড এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার নামে বিভিন্ন পরিবারের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন। তাকে এলাকায় অন্যায়কারীর ভূমিদস্যু ও আত্মসাৎকারী নামে সবাই চেনেন। মারপিটের ঘটনার পরও তিনি ক্ষান্ত হননি। বিভিন্ন ক্যাডার বাহিনীর দিয়ে মামলা না করার জন্য আহতের পরিবার ও গ্রামবাসীকে হুমকি
 দিচ্ছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওই এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান, ছহির উদ্দিন, আব্দুর রাজ্জাক, জইম উদ্দিন, শামসুল, জাহাঙ্গীর আলম ও শামীম হোসেন প্রমুখ।
 
এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।  তারা মামলা করতে চাইলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ, ২ হাজার জনকে পদোন্নতি : আইজিপি

কুড়িলে ইউরোজোন ফ্যাশনস শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাণিজ্য ও কূটনীতিতে এগোচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল

বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে

বিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে ২ উপদেষ্টা

এলজিইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন

ঢাকা বিভাগের সব জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ