ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ওটিটি দুনিয়ায় কঙ্গনার বাজিমাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১১:২৮

একতা কাপুরের বালাজি টেলিফিল্ম প্রযোজিত রিয়েলিটি শো ‘লক আপ’ দেখা যাচ্ছে ওটিটিতে। এবারেই প্রথম সিজন। জেল-কয়েদি-সিক্রেট থিমে নিজের শো এনেছিলেন কঙ্গনা। এ শোয়ে ১৬ বিতর্কিত তারকাকে এনে রাখা হয়েছে। বর্তমানে এমএক্স প্লেয়ার ও এএলটি বালাজিতে দেখা যাচ্ছে ‘লক আপ’। তবে চমকে দেওয়ার খবর হলো এই প্রথম কোনো ওয়েব রিয়েলিটি শো নিয়ে এতো আলোচনা চলছে।

গত ২৭ ফেব্রুয়ারি সম্প্রচারিত হয় প্রথম এপিসোড। মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউজ ঝুলিতে পুরেছে ‘লক আপ’। যা নিঃসন্দেহে নতুন মাইলস্টোন কঙ্গনার ক্যারিয়ারের। একতা এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘লক আপ পার করে ফেলল ১০০ মিলিয়ান ভিউজ। প্রথম রিয়েলিটি শো যেটা মাত্র ১৯ দিনে এই রেকর্ড গড়ল। ভারতীয় ওটিটিতে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এখন লক আপ। অনেক বলে ফেলেছে… জয় মাতা দি।’

একতার ওই পোস্টে মন্তব্য করে কঙ্গনাও। লেখেন, ‘হ্যাঁ অনেক বলা হলো, জয় মাতা দি’। টিভি অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া ফায়ার ইমোজি দিয়েছেন কমেন্টে। একজন ভক্ত লিখেছেন, ‘যথাযোগ্য’। আরেকজন লিখেছেন, ‘এই শো হিট করার বড় কারণ হচ্ছে কঙ্গনা।’ আরেক কঙ্গনা ভক্তের মত, ‘বিগ বসের নির্মাতারা পরের সিজন হোস্ট করতে কঙ্গনাকে ফোন করল বলে।’

কঙ্গনা এ প্রসঙ্গে বলেন, ১৯ দিনে ১০০ মিলিয়ান সত্যিই অভাবনীয়। ‘লক আপ’ যে ভালোবাসা দর্শকদের থেকে পাচ্ছে তা আমায় অভিভূত করেছে। আর এর থেকেই প্রমাণ হয় এই রিয়েলিটি শো-র বিষয়বস্তু কতটা আলাদা ও বিনোদন দিতে সক্ষম। একতা কাপুরের ভাবনা আসলে ফ্লপ হতেই পারে না। আমি কথা দিচ্ছি লক আপ আরও বড় হবে, আরও বিতর্কিত হবে, আরও মানুষকে বিনোদন দেবে।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা