ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-২০২২

২০ লাখ বাংলাদেশি শিক্ষার্থী পাবে ১৭০০ কোটি টাকা মূল্যের স্পন্সর


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৪:৩৩

ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২’এ বাংলাদেশি ২০ লাখ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রকে টিকেট স্পন্সর করবে বিশ্বের তথ্য প্রযুক্তিখাতের অন্যতম প্রতিষ্ঠান মাইক্রোসফটসহ- অ্যামাজন, গুগল ইত্যাদি আন্তর্জাতিক বৃহৎ কোম্পানীসমূহ। যার আর্থিক মূল্য প্রায় ১৭০০ কোটি টাকা

সোমবার দুপুরে রাজধানীর বনানিস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশানাল হায়ার স্টাডিজ এর হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নর্দান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান ও কটলার ইমপ্যাক্ট এর উপদেষ্টা প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, বিশ্বব্যাপী বিপণন (মার্কেটিং) শাস্ত্রের বিশ্ব গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলার ও তার প্রতিষ্ঠানের উদ্যোগে নভেম্বর মাসের ৬ ও ৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২’। WPS একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। যার উদ্যোক্তা প্রফেসর ফিলিপ কটলার। এই প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে সফলতার সাথে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কেটিং সংক্রান্ত অনুষ্ঠান করে আসছে। এর মূল উদ্দেশ্য সারা বিশ্বব্যাপী মার্কেটিং সংক্রান্ত ধারণা দেওয়া, সচেতনতা গড়ে তোলা এবং আধুনিক মার্কেটিং সম্পর্কে অবগত করা, যার ফলে দারিদ্র বিমোচন, ব্যবসার প্রসার, স্বাস্থ্য ও পরিবেশের উন্নতি সাধন করা যায়।

তিনি আরো বলেন, এ বছর থেকে সামিটটি আরো বেশি গুরুত্ব বহন করবে। কারন আগামী, ১০ বছরে পৃথিবীর আগামী প্রজন্মের ১০০ কোটি তরুণকে উন্নত পৃথিবী বিনির্মাণে উদ্যোগী করে তোলার জন্য এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এবছর বাংলাদেশের ২০ লক্ষ ছাত্রকে টিকেট স্পন্সর করবে মাইক্রোসফটসহ আন্তর্জাতিক প্রতিষ্টানসমূহ। যার আর্থিক মূল্য প্রায় ১৭০০ কোটি টাকা।

নর্দান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ আরো বলেন, আজকের এই প্রেস কনফারেন্সে আমরা আনন্দের সাথে আরো একটি সুখবর জানাতে চাই। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং কটলার ইমপ্যাক্ট ইনকোরপোরেটেড যৌথভাবে বিশ্বমানের অ্যাসেনশিয়াল মডার্ন মার্কেটিং বই প্রকাশ এবং কটলার বিজনেস স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ইতোমধ্যে কটলার ইমপেক্ট এবং নর্দান এডুকেশন গ্রুপের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেটেড এর সিইও ড. ফাহিম কিবরিয়া বলেন, এবারের ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-২০২২’এ বাংলাদেশি ২০ লক্ষ ছাত্রছাত্রী অংশ গ্রহন করার ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। এই সামিটে অংশ গ্রহন করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেদের আরো বেশি যোগ্য করে তুলতে পারবে বলে আশা করছি যা এ দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করবে। বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি শুভ কামনা।

এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব.) বিএন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাদিক পলাশ / সাদিক পলাশ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি