মিথিলার ছবিতে আপত্তিকর মন্তব্যের ছড়াছড়ি!
সংসার, অভিনয় আর সমাজসেবা নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকেন রাফিয়াত রশিদ মিথিলা। ব্যস্ততার ফাঁকে সময় পেলে ছবি তোলেন, ভক্তদের সঙ্গে শেয়ার করেন। কিন্তু অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ায় নোংরা আক্রমণের শিকার হতে হয় তাকে।
আবারও একই ঘটনা ঘটল। নতুন দুটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন মিথিলা। যেখানে তাকে দেখা গেছে, ধূসর রঙের একটি ব্যতিক্রম পোশাকে। ছবিগুলো মূলত কলকাতার সুনন্দা ম্যাগাজিনের জন্য তোলা।
এই ছবির নিচেই আপত্তিকর মন্তব্যের ছড়াছড়ি। সিংহভাগ মন্তব্যেই মিথিলাকে বাজে ইঙ্গিত করেছে নেটিজেনরা। ফারিহা ফারহিম নেহা নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশে এত মানবতার দেয়াল থাকতেও তার জামা কাপড়ের এই অবস্থা কেন। মানবতার দেয়াল থেকে তাকে জামার ব্যবস্থা করে দেওয়া হোক’; রায়হান মির্জা নামের এক অনুসারী লিখেছেন, ‘আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। মাহে রমজানে আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমিন’; মোহাম্মদ শাকিল আহমদ লেখেন, ‘আল্লাহ্ এই নির্লজ্জ মহিলাকে হেদায়েত দান করুক’; মাহতাব খান নামের আরেক অনুসারী মন্তব্য করেছেন, ‘এই ছবির মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে, তার যাকাতের টাকা ভীষণ প্রয়োজন। যাকাত পেলে হয়ত সে একটি কাপড় কিনতে পারবে।’
এমন নেতিবাচক মন্তব্যের শিকার প্রায়শই হতে হয় মিথিলাকে। তবে এসবে ভ্রূক্ষেপ করেন না। বরং নিজের মতো কাজ নিয়েই ব্যস্ত থাকেন।
মিথিলা সম্প্রতি কাজ করেছেন কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’তে। এখানে তাকে দেখা যাবে সৌরভ দাসের বিপরীতে। দু’দিন আগেই সিরিজটির একটি গান প্রকাশ হয়। সেখানে দর্শন দিয়েছেন মিথিলাও। শিগগিরই সিরিজটি মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’