ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

"খোদাহাফেজ" আমার প্রথম চলচ্চিত্র হলেও দর্শকরা দেখে নিরাশ হবে না : অ্যাকশন হিরো দিদার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৪-২০২২ বিকাল ৫:৩৯
ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজনায় "খোদাহাফেজ" চলচ্চিত্রের শ্যুটিং চলাকালে পায়ে আঘাত পান অ্যাকশন হিরো আব্দুল কাদের দিদার। যিনি বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল ও টাইগার শ্রফের মতো নিজেকে ভিন্ন ভাবে  উপস্থাপন করতে গিয়ে  একটি শর্ট দেওয়ার সময় ১৭-১৯ ফিট  উপর থেকে পড়ে আঘাত পান তিনি। ছিলেন দুই মাস বেডরেস্টও। 
 
আঘাতের বিষয়ে ঢালিউডের এই অভিনেতা বলেন, আমার প্রথম মুভি খোদা হাফেজ'  এর কাজ শুরু করি করোনার ভেতরে। এসময় অনেক পরিশ্রমও করতে হয়। এই ছবিটির জন্য আমি প্রায় দুই বছর ধরে ফাইটিং এবং ড্যান্সিং নিয়ে কাজ করছি।  ইনফ্যাক্ট আমি  বলিউডের নায়কদের ফলো করি যেমন বিদ্যুৎ জামওয়াল,  টাইগার শ্রফ। তারা তো অনেক ছোট থেকেই ফাইটিং এবং ড্যান্সিং নিয়ে কাজ শুরু করে। তাদের তুলনায় আমি  অনেক পিছিয়ে কিন্তু নিজেকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার মনে হচ্ছে, সেটাই করছি। 
 
তিনি আরও বলেন,  তাদের কাজ দেখি অনুপ্রেরণীত মুভির একটি শর্ট দেওয়ার সময় ১৭-১৯ ফিট উপর থেকে আমি পড়ে যাই। এতে আমার পায়ে গুরুত্বর আঘাত পাই এবং আমার দু'মাস বেডরেস্ট নিতে হয়েছে।
 
ঢালিউড ইন্ডাস্ট্রির বেহাল অবস্থার মাঝেও কাজ করতে এসেছেন আব্দুল কাদের দিদার। "খোদাহাফেজ" তার প্রথম চলচ্চিত্র।
 
তিনি আরও যোগ করে বলেন, আমি ছোট বেলায় অন্যদের থেকে আলাদা ছিলাম। টিফিনের টাকা রেখে দিয়ে পরে সেটা দিয়ে হলে গিয়ে সিনেমা দেখতাম। এজন্য বহুবার বাবার হাতে মার ও খেয়েছি।
 
উল্লেখ্য এই অভিনেতা পরিচালক অনিক বিশ্বাস পরিচালিত এবং ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজিত খোদাহাফেজ নামের এই সিনেমার ৫০ শতাংশ শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ইতিমধ্যেই দুবাইয়ে ও  শুটিং হয়েছে চলচ্চিত্র 'খোদা হাফেজ' এর। আগামী মাস থেকে ভারতে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন দিদার।
 
আব্দুল কাদের দিদার আরও বলেন, আমার  প্রথম চলচ্চিত্র 'খোদা হাফেজ' দেখে দর্শকরা নিরাশ হবে না। আমি নতুন হলেও আমি সম্পূর্ণ চেষ্টা করছি দর্শকদের ভালো কিছু দেবার। আমার চলচ্চিত্র সিনেমা হলে দেখতে গিয়ে অন্ততপক্ষে পুরো সিনেমা না দেখে কেউ সিনেমা হল থেকে বের হবে না এতোটুকু আশা রাখি।
 
২০২০ সালে পরিচালক তানভীর শেহজাদের হাত ধরে বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওর মধ্য দিয়ে শোবিজে পা রাখেন মডেল ও অভিনেতা আব্দুল কাদের দিদার।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা