মা হলেন কাজল আগারওয়াল
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল মা হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে তার কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাজলের বোন নিশা আগারওয়াল।
এছাড়া ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেন, ‘দারুণ একটা সুন্দর দিন। তোমাদের সবার সঙ্গে বিশেষ একটা খবর শেয়ার করার তর সইছে না। অবশেষে এল সেই সুখবর।’
তখনই সবাই ধারণা করে নিয়েছিল যে, কাজল মা হয়েছেন। এরপর তো নিশা নিজেই স্পষ্টভাবে নিশ্চিত করেন।
গত জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন কাজল। এরপর থেকে ইনস্টাগ্রামে নিজের মাতৃত্বের নানা অনুভূতি, অভিজ্ঞতা জানিয়ে আসছিলেন। সেগুলো দেখে ভক্তরাও মুগ্ধ হয়েছে। এবার থেকে ছেলেকে নিয়ে নতুন জীবন পার করবেন অভিনেত্রী।
কাজলের মাতৃত্বের সময়টাতে স্বামী গৌতম কিসলু সার্বক্ষণিক পাশে ছিলেন। সেটা নিয়ে কয়েকদিন আগে কাজল ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় স্বামী, অনেক ধন্যবাদ সেরা স্বামী এবং হবু বাবা হওয়ার জন্য। প্রতিটি মেয়েই এ রকম স্বামী চায়। অনেক ধন্যবাদ, নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করার জন্য।’
কাজল আরও লিখেছেন, ‘তুমি জানো, আমার মর্নিং সিকনেস আছে। তাই প্রতি রাতে আমি হাঁটতে বের হই। নিজের কথা না ভেবে আমাকে এভাবে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সব সময় আমার খেয়াল রেখেছ। আমি ঠিকমতো খাবার খেয়েছি কি না, পানি খেয়েছি কি না, বিশ্রাম নিয়েছি কি না। আমাদের সন্তান আসার আগে কত যত্ন নিচ্ছ আমার। আমি জানাতে চাই তুমি কত অসাধারণ মানুষ আর কত অসাধারণ বাবা হতে যাচ্ছ।’
উল্লেখ্য, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ব্যবসায়ী গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল আগারওয়াল।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’