শিল্পী সমিতি নিয়ে নায়িকা সুবাহর ‘গুরুতর’ অভিযোগ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিতর্ক যেন থামছেই না। একদিকে সমিতির দায়িত্বে থাকা শিল্পীদের ফেসবুকে ঢালাও প্রচারণা, অন্যদিকে ক্ষোভ ঝাড়ছেন কেউ কেউ। শিল্পী সমিতির দায়িত্বপ্রাপ্তদের কর্মকাণ্ডে বিরক্ত চিত্রনায়িকা তানিন সুবাহ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শিল্পী সমিতি নিয়ে কিছু কথা আজ না বললেই নয়। আমরা শিল্পী সমিতির সদস্য হওয়ার পর থেকেই বিভিন্ন উৎসবে বিভিন্ন উপহার পেয়েছি। যা সমিতি থেকে কল করে বাসায় উপহার পাঠিয়েছে সঠিক সময়ে। কিন্তু বর্তমান কমিটি আসার পর নানা ধরণের বিতর্ক দেখা দিয়েছে।
নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার কথাই যদি বলি তা হলে বলবো- এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আমন্ত্রণ পত্র, বৈশাখী উপহার ও ইফতারের দাওয়াতও দেওয়া হয়নি। আপনারা আপনাদের কাছের নিদিষ্ট কিছু শিল্পীদের উপহার দিয়ে ফেসবুকে ঢালাওভাবে শো অফ করছেন। তাহলে আমরা কী? আমরা কি শিল্পী না? দায়িত্ব না নিতে পারলে চেয়ারে বসেন কেন?
এই নায়িকার ভাষ্য, শিল্পীদের সম্মান অক্ষুন্ন রাখবেন বলে স্লোগান দিয়েছেন। দেখতে পারছি তার নমুনা। আমরা উপহার কিংবা দাওয়াতের জন্য বসে নেই, কিন্তু আপনারা শিল্পীদের কতটুকু সম্মান দিচ্ছেন?
গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ভোটে নির্বাচিত জায়েদ খান ও পরাজিত নিপুণ আক্তার। এখন আদালতই নির্ধারণ করবে কে হবে ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদক।
‘মাটির পরী’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা তানিন সুবহার। এরপর মুক্তি পায় তার অভিনীত বেশকিছু সিনেমা। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। শিগগিরই আরও কয়েকটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানান তানিন। পাশাপাশি তিনি নাটকে কাজ করছেন সমানতালে।
এমএসএম / জামান
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
Link Copied