তিশার নামে ভুয়া স্ট্যাটাস ভাইরাল, বিরক্ত অভিনেত্রী
তারকাদের প্রায়শই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়। সোশ্যাল মিডিয়ার এই যুগে বিড়ম্বনা একটু বেশিই বটে। ফেসবুকে বহু ভুয়া পেজ, অ্যাকাউন্ট পরিচালিত হয় তারকাদের নামে। যা ভক্তদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। একইসঙ্গে তারকার ভাবমূর্তিও নষ্ট করে।
সম্প্রতি এই বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার নামে একটি ভুয়া পেজ থেকে ভাইরাল হয়েছে স্ট্যাটাস। যা নিয়ে বেজায় বিরক্ত অভিনেত্রী।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্টের প্রতিবাদ জানিয়েছেন তিশা। তিনি বলেছেন “গত কয়েকদিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে। আমার আর ফারুকীর ছবি চুরি করে তার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ঐ ফেইক পেজের অ্যাডমিন! ‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা।”
বিরক্তি প্রকাশ করে তিশা লিখেছেন, ‘আমি এই ভুয়া স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত। কারণ আমার চোখে আমার স্বামী দায়িত্বশীলতো বটেই, খুব সুন্দরও।’ভক্ত ও গণমাধ্যমকর্মীদের সতর্ক করে তিশা আরও লেখেন, ‘প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ওই ফেক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশি হবো। আর সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নেবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে, সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কিনা।’
একই বিষয়ে মুখ খুলেছেন তিশার স্বামী ফারুকীও। তিনিও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। বোঝাই যাচ্ছে, ভুয়া ওই পেজ ও স্ট্যাটাস নিয়ে চরম বিরক্ত হয়েছেন এ দম্পতি।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন তিশা ও ফারুকী। দীর্ঘ এক যুগ সংসার করার পর গত জানুয়ারিতে তারা সন্তান গ্রহণ করেছেন। নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। একমাত্র কন্যাকে ঘিরে তাদের এখন রাজ্যের সুখ।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’