ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

‘শান’ নাকি ‘গলুই’, পূজার চোখে কোনটি এগিয়ে?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২২ বিকাল ৬:২১

ঘনিয়ে এলো ঈদ। বছরের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে সিনেমা পাড়ায় তোড়জোড়। মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা। এর মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘শান’ ও ‘গলুই’। প্রথমটির নায়ক সিয়াম আহমেদ, দ্বিতীয়টিতে শাকিব খান। আর দুটি সিনেমাতেই নায়িকা পূজা চেরি।

বলা চলে ঈদটা এবার পূজারই। আবার দুই সিনেমার কারণে দোটানায়ও পড়তে হচ্ছে তাকে। তবে পূজার মতে, তিনি দুটি সিনেমার সাফল্যই চান।

এরপরও প্রশ্ন আসে, ‘শান’ নাকি ‘গলুই’, কোনটিকে এগিয়ে রাখবেন নায়িকা পূজা? জবাবে তিনি বললেন, ‘‘শান’ যদি বাবা হয়, ‘গলুই’ মা। আবার ‘গলুই' যদি বাবা হয় শান আমার কাছে ‘মা’। একটা বাদ দিয়ে আরেকটা ভাবা যায় না। আমি বলবো সবাই যেন একাধিক ছবি দেখেন।’’

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ‘শান’ সিনেমার মুক্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নায়ক, নির্মাতাসহ অনেকে অংশ নিয়েছেন। তবে পূজা আসতে পারেননি। তিনি ভিডিও কলে অংশ নেন।

ভার্চুয়ালি এ নায়িকা আরও বলেন, ‘‘শান’ নিয়ে প্রত্যাশার অনেক বেশি। বিভিন্ন ধরনের কনটেন্ট দেখেছি। এগুলো যত দেখছি আরও প্রত্যাশা বেড়েছে। আর যদি কোনও কিছু মন থেকে চাই, সেটা আসলেই হয়।’’

উল্লেখ্য, সিয়াম ও পূজা জুটি ইতোপূর্বে সফল হয়েছেন। তাদের ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা দুটি দারুণ সাড়া পেয়েছিল। এবার তৃতীয়বারের মতো বড় পর্দায় একসঙ্গে আসছেন তারা। সাফল্যে হ্যাট্রিক করতে পারেন কিনা, সেটাই দেখার বিষয়।

‘শান’ নির্মাণ করেছেন এম রাহিম। এতে সিয়াম ও পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। সিনেমাটির কাহিনী লিখেছেন আজাদ খান। তার সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা