রাজনীতিবিদকে নিয়ে পোস্ট, ভারতে গ্রেপ্তার মারাঠি অভিনেত্রী
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ শরদ পাওয়ারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল।
শরদ পাওয়ার ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান। কেতকী চিতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তার দল।
কেতকী চিতালের বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে।
সরাসরি শরদ পাওয়ারের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে কেতকী লিখেছিলেন, নরক আপনার অপেক্ষায়, আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন।
সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন কেতকী। নেটিজেনদের প্রশংসাও পান তিনি। তবে এখন তিনি সমালোচিত হচ্ছেন।
শনিবার নভি মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও প্রায় ১০০ অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হতে পারে।
এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মহারাষ্ট্রের আবাসন উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র আওহাদ বলেন, যা হয়েছে খুব ভুল হয়েছে। প্রয়োজনে এনসিপির যুব সংগঠন মহারাষ্ট্রের ১০০ থেকে ২০০ থানায় মামলা দায়ের করবে। দলের কর্মীরা তাদের নেতা সম্পর্কে এমন ভুল মন্তব্য কখনোই সহ্য করবে না। তিনি এনসিপি পরিবারের একজন পিতৃস্থানীয় ব্যক্তি। কিন্তু, তিনিই এই ধরনের অপমানজনক মন্তব্যের শিকার হয়েছেন, তাও আবার একজন নারীর দ্বারা। এটা মানা সম্ভব নয়।
এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলছেন, কেতকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শনিবার। স্বপ্নীল নেটকে নামে এক ব্যক্তি এই অভিযোগ জানিয়েছিলেন। তার অভিযোগ, এই ধরনের পোস্টের মাধ্যমে তিনি পাওয়ারকে অবমাননা করেছেন। পাশাপাশি রাজ্যের দুই রাজনৈতিক দলের মধ্যেও ফাটল ধরাতে পারে এই ধরনের পোস্ট।
পুনেতেও অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশকে একটি চিঠি দিয়েছে এনসিপি। শরদ পাওয়ারের রাজনৈতিক দলের পুনে সিটি প্রেসিডেন্ট প্রশান্ত জগতাপ বলেন, কেতকী চিতালের ফেসবুক পোস্ট কুরুচিকর। তিনি শরদ পাওয়ার এবং তার কন্যা সুপ্রিয়া সুলের মানহানি করেছেন।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’