নজরুল জন্মজয়ন্তীতে রত্না দাসের নূরজাহান
বাংলাদেশের গুণী নজরুল সঙ্গীত শিল্পী রত্না দাস। দীর্ঘদিন ধরে তিনি নজরুলের গান নিয়ে সঙ্গীত পিপাসুদের মন জয় করে চলেছেন। গত ২৪ মে নজরুল জন্ম জয়ন্তী তে ‘নূরজাহান’ শিরোনামে একটি মিউজিক ভিডিও শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। এই গানটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও নির্দেশনা দিয়েছেন প্রসূন রায়।
দেশের প্রতিষ্ঠিত নজরুল সঙ্গীত শিল্পী ও সুগায়িকা হিসেবে শ্রোতা মহলে প্রশংসিত রত্না দাসের সঙ্গীতে হাতেখড়ি খুব ছোটবেলায় মায়ের কাছে। শৈশবে মায়ের কাছে এবং স্থানীয় একাডেমি তে শিক্ষা গ্রহণ শেষে ছায়ানটে ভর্তি হন। উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের ওপর দীর্ঘদিন তালিম নেন প্রতিথযশা শিল্পী মানস কুমার দাসের কাছে। নজরুল সঙ্গীত শিখেছেন আরো অনেক গুণী শিল্পীর কাছে। এদের মধ্যে আছেন, সুধীন দাস, নিলুফার ইয়াসমিন, খায়রুল আনাম শাকিল, সুমন চৌধুরী, অঞ্জলি রায় উল্লেখযোগ্য। দীর্ঘদিন তাদের সান্নিধ্যে নিজেকে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
নজরুল সঙ্গীতের এই জনপ্রিয় ও গুণী শিল্পী বলেন, নজরুলের গানকে হৃদয়ে ধারণ করে নিষ্ঠার সাথে আজীবন চর্চা করে যেতে চাই। নজরুল সঙ্গীতের একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে এটাই আমার মূল লক্ষ্য। আমার বিশ্বাস নজরুল সঙ্গীতের ওপর আমার নিষ্ঠা, একাগ্রতা এবং ভালোবাসা থাকবে আমৃত্যু।
বাংলাদেশে নজরুল সঙ্গীতের জনপ্রিয় শিল্পী রত্না দাস দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি স্টেজ শো এবং বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান নিয়মিত অংশ নিচ্ছেন।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
Link Copied