আগামীকালই মুক্তি পাচ্ছে অঞ্জন আইচ এর চলচিত্র ‘আগামীকাল'
আগামীকালই শুভমুক্তি পেতে চলেছে বাংলা চলচিত্র 'আগামীকাল’। দর্শকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমাটি সারা বাংলাদেশে একযোগে মুক্তি পেতে চলেছে। অভিনেতা ও ব্যাংকার টুটুল চৌধুরী এবং তার সহধর্মিনী ও সহযোদ্ধা বাংলাদেশ পুলিশের ডি.আই.জি. এবং রাজবাড়ীর সাবেক এস.পি সালমা ডলি যৌথভাবে এই চলচিত্রটি প্রযোজনা করেছেন। শ্বাসরুদ্ধকর সাইকো থ্রিলার কাহিনীর এই সিনেমা পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় পরিচালক অঞ্জন আইচ।
ইতিমধ্যে ফেসবুক এ নায়ক রিয়াজ ,সাইমন, অভিনেত্রী নিপুন সহ অনেকেই ‘আগামীকাল' চলচিত্র সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা বার্তা । জানিয়েছেন অসাধারণ গল্পের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ,টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, তারিক স্বপন, সুজাত শিমুল, মাহবুব শাহীন, সাবেরী আলম এস. এম. মহসিন, আসিফ নজরুল, হানিফ, সুমিত সালাউদ্দিন, শাজাহান, শওকত, স্বাধীন, ইকবাল, বাবু ভাই, প্রমুখ।
‘আগামীকাল' এর ট্রেইলার এবং গান মুক্তির পর থেকে ফেসবুক এর দেয়ালে দেয়ালে ঘুরছে যা ইতিমধ্যে দর্শক মহলে অনেক সাড়া ফেলেছে এবং কৌতুহল তৈরী করেছে ‘আগামীকাল’ সিনেমাটি দেখার জন্য।এই প্রথম চলচিত্র পরিচালনার মাদ্ধমে চলচিত্র পরিচালক হিসেবে উপাধিত হতে যাচ্ছে অঞ্জন আইচ।তিনি বলেন, ‘আগামীকাল’ এমন একটি গল্পের সিনেমা যা দর্শক হৃদয়ে জায়গা করে নিবে আমার বিশ্বাস এবং প্রথম সিনেমা হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টার মাদ্ধমে গল্পকে সিনেমায় রূপদান করেছি।দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হলে এসে সিনেমাটি দেখুন,আপনাদের অনুভুতি জানান ,আপনাদের ভালো লাগাই হবে আমার স্বার্থকতার প্রয়াস।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’