‘জীবন বাঁচাতে এগিয়ে আসুন’, তামিম-মুশফিকদের আকুতি
সীতাকুণ্ডের সর্বগ্রাসী আগুন কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রায় শতাধিক মানুষ। শনিবার রাত থেকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ড সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও শোকাহত। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন, কেউ কেউ আবার হতাহতদের জন্য সাহায্য চেয়েছেন।
চট্টগ্রামের ছেলে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল শনিবার রাতে ফেসবুকে ‘মানুষ মানুষের জন্য’ বার্তা দিয়ে লিখেছেন, ‘চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে।’
‘দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে ‘আহতদের জীবন বাঁচানোর’ আকুতি জানিয়ে লিখেছেন, ‘জীবন বাঁচাতে এগিয়ে আসুন! চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত মানুষ আহত হয়েছেন। অসংখ্য রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
‘আহতদের জন্য প্রচুর পরিমানে রক্তের প্রয়োজন। সকল গ্রুপের রক্ত দরকার হতে পারে, তাই আশেপাশের রক্তদাতা ও স্বেচ্ছাসেবী ভাইয়েরা সম্ভব হলে চট্টগ্রাম মেডিকেলে যান। রক্ত দিন, জীবন বাঁচান! আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন প্লিজ। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আমিন।’
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রামের খবর শুনে খুবই মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি। শক্ত থাকো, সীতাকুণ্ড। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’
এছাড়া সাব্বির রহমান, তাসকিন আহমেদ সহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডে হতাহতদের জন্য শোকবার্তা দিয়েছেন।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি