ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত ফ্রান্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১১:৪১

নেশনস লিগে দুই ম্যাচ পেরিয়ে গেল, তবে জয়ের মুখ দেখল না গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। সোমবার (৬ জুন) রাতে দুই দলের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার আদ্রিয়ান রাবিয়তের গোলে ক্রোয়াটদের বিপক্ষে জয়ের দিকে এগোচ্ছিল ফ্রান্স, তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ক্রোয়েশিয়াকে সমতায় নিয়ে আসেন আদ্রেই ক্রামারিচ।

নেশনস লিগে এবারের আসরে দুই দলের শুরুটাই হয়েছে দুঃস্বপ্নের মতো। ফ্রান্স আসরের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে বসেছিল ডেনমার্কের কাছে। আর ক্রোয়েশিয়াকে নিয়ে তো তাদের মাঠেই রীতিমতো ছেলেখেলা করেছিল রালফ রায়নিকের অস্ট্রিয়া।

দ্বিতীয় ম্যাচে এবারের নিজেদের মোকাবিলা ড্র করায় জয়ের ধারায় ফেরা হলো না তাদের। ক্রোয়েশিয়ার শহর স্প্লিতে দুই দলের কাউকেই স্বরুপে দেখা যায়নি। শুরু থেকেই নিরুত্তাপ গতিতে এগিয়ে যেতে থাকে ম্যাচ। প্রথমার্ধে দুই দলই ম্যাচে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেলেও গোলরক্ষকদের দৃঢ়তায় সেগুলো কাজে লাগাতে পারেনি কেউই। 

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের একাদশের থেকে দশটি পরিবর্তন নিয়ে এদিন দল সাজিয়েছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। এরপরও দলটিকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৫২ মিনিট পর্যন্ত। উইসাম বেন ইয়েদারের থ্রু বল ধরে তখন ম্যাচে ফ্রান্সকে এগিয়ে দেন রাবিয়ত।

যখন মনে হচ্ছিল, এই এক গোল দিয়েই হয়ত ক্রোয়াটদের কাছ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারবে ফ্রান্স। তখনই ম্যাচের মোড় ঘুরে যায়। ৮৩ মিনিটে বদলি জোনাথান ক্লস বক্সের মাঝে ক্রামারিচকে ফাউল করেন। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে লক্ষ্যভেদ করে ক্রোয়েশিয়াকে সমতায় নিয়ে আসেন ক্রোয়াট মিডফিল্ডার।

ফ্রান্সের বিপক্ষে প্রথম জয়ের জন্য অপেক্ষা বেড়েছে ক্রোয়েশিয়ার। এখন পর্যন্ত নয়বারের মোকাবিলায় ৬ বার হারের মুখ দেখেছে তারা, আর তিনবার ম্যাচ শেষ হয়েছে সমতায়।

দুই ম্যাচ থেকে মোটে এক পয়েন্ট নিয়ে এখন ফ্রান্স এবং ক্রোয়েশিয়া লিগ এ'র গ্রুপ ওয়ানে পয়েন্ট টেবিলে যথাক্রমে তিন ও চারে অবস্থান করছে।

নেশনস লিগে শনিবার রাতের ম্যাচগুলোর ফলাফল

বেলারুশ ০ - ০ আজারবাইজান

ক্রোয়েশিয়া ১ - ১ ফ্রান্স

স্লোভাকিয়া ০ - ১ কাজাখস্তান

অ্যান্ডোরা ০ - ০ মলদোভা

আইসাল্যান্ড ১ - ১ আলবেনিয়া

অস্ট্রিয়া ১ - ২ ডেনমার্ক

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা