ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আর্জেন্টিনায় স্থগিত ফুটবল, কোপা আমেরিকা নিয়ে বাড়ল শঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৫-২০২১ সকাল ৭:৪৫

এবারের কোপা আমেরিকা যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। শুক্রবারই জানা যায়, সরকার বিরোধী বিক্ষোভের কারণে কলম্বিয়াকে বাদ দেওয়া হয়েছে স্বাগতিকের তালিকা থেকে। এবার করোনার কারণে ফুটবল ম্যাচ আয়োজন স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনায়। 

তাতে শঙ্কায় পড়েছে এবারের কোপা আমেরিকা আয়োজন। নতুন করে স্বাগতিক খুঁজতে হবে কনমেবলকে। শুক্রবার করোনার কারণে আর্জেন্টিনায় ফুটবল বন্ধ হওয়ার কথা জানায় ব্লেচার ফুটবল।  


এর আগে কলম্বিয়াজুড়ে শুরু হওয়া সহিংস সরকারবিরোধী আন্দোলনের কারণে স্বাগতিক থেকে সরিয়ে দেওয়া হয় কলম্বিয়াকে। চলমান দাঙ্গায় দেশটিতে প্রাণ গিয়েছে ১৫ জনের। এর ফলেই যৌথ আয়োজকের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় কনমেবলকে। 


এক বছর পিছিয়ে পরিবর্তিত সূচিতে আগামী ১৩ জুন শুরু হওয়ার কথা এবারের কোপা আমেরিকার। ২৭ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ জুলাই।


সূচি অনুসারে আগামী ১৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় ১৪ জুন রাত ৩টা) চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারে নামার কথা মেসিদের। এরপর ১৮, ২১ ও ২৮ জুন যথাক্রমে উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আর ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৫ জুন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯, ২৫, ২৯ জুন পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বাকি তিন ম্যাচ খেলবেন নেইমাররা। 

রিয়াদ / রিয়াদ

লাওসেও ভোরে অনুশীলন আফিদাদের

শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৬০০০ রান করলেন রুট!

বিশ্ব লিজেন্ডস লিগে আর দেখা যাবে না পাকিস্তানকে

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন ব্রাজিল

যে কারণে হানিমুনেও ফিজিক্যাল ট্রেইনার নিয়ে গেলেন ব্রাজিল ফরোয়ার্ড!

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের সাজা হতে পারে হাকিমির

আরও এক টুর্নামেন্টে নিষিদ্ধ মেসির দেহরক্ষী

বক্সিংয়ে জিনাতই চ্যাম্পিয়ন, হারলেও খুশি আফিদার বোন আফরা

বার্সার সঙ্গে ‘সম্পর্কের মেয়াদ’ আরো বাড়ালেন কুন্দে

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু

ডি পলের অভিষেক, নিষেধাজ্ঞা থেকে ফিরে জোড়া অ্যাসিস্টে জেতালেন মেসি

সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন সোহান

মেসিদের লিগে যাচ্ছেন মুলার