ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

রোনালদোর মতো লেভান্ডভস্কিকেও ছিনিয়ে নিতে চায় ম্যানইউ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৩:৪০

গেল গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার সিটির হাত থেকে অনেকটা ছিনিয়ে নিয়েই ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এক বছর পর আবারও সেই কাণ্ড ঘটিয়ে বসতে চলেছে ম্যানইউ। বায়ার্ন মিউনিখ ছাড়তে চাওয়া রবার্ট লেভান্ডভস্কিকে ক্লাবটি দলে ভেড়াতে চায় এবার।

সপ্তাহখানেক আগে ‘বায়ার্ন মিউনিখে মন টিকছে না, নতুন চ্যালেঞ্জ চাই’ –বলে অনেকটা দলবদলের ঘোষণাই দিয়ে বসেছেন লেভা। যে ক্লাবের সঙ্গে তার গুঞ্জন চলছে, সেই বার্সেলোনার আর্থিক অবস্থা বেসামাল। লেভান্ডভস্কির ট্রান্সফার ফি দিয়ে তাকে বেতন দেওয়ার মতো অর্থ নেই কাতালানদের, এমন গুঞ্জনও আছে। এমন পরিস্থিতিতে লেভান্ডভস্কিকে দলে ভেড়াতে চায় ইউনাইটেড। 

ইংলিশ দৈনিক দ্য সান জানাচ্ছে, লেভার বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেলেই মাঠে নামবে ইউনাইটেড। তবে ডেইলি মিরর জানাচ্ছে ভিন্ন কথা। গেল মৌসুমে রোনালদোর মৌখিক সম্মতি নিয়েই নিয়েছিল ম্যানচেস্টার সিটি, সেটা সত্বেও শেষ মুহূর্তে তাকে দলে ভিড়িয়েছিল রেড ডেভিলরা। এবারও তেমন কিছুই করতে চায় দলটি। লেভান্ডভস্কির সঙ্গে বার্সেলোনার মৌখিক সম্মতির গুঞ্জন চললেও তাকে দলে ভেড়াতে চায় ইউনাইটেড। 

গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৫৭টি, জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু। গেল মৌসুমে রোনালদোর গোল ছাড়া গোলখরায় ভুগেছে ইউনাইটেড। আগামী মৌসুমেও সে সমস্যায় পড়া থেকে বাঁচতে লেভান্ডভস্কিকে দলে চাইছে দলটি।

ক্যারিয়ারের শুরুর দিকে তাকে দলে ভেড়াতে চেয়েছিলেন সাবেক ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন। তবে ডর্টমুন্ড না চাওয়ায় সে চেষ্টা আলোর মুখ দেখতে পারেনি তখন। মিরর জানাচ্ছে, সেবারের ব্যর্থতাটাই এবার ঘোচাতে চায় রেড ডেভিলরা।

তবে কাজটা সহজ নয়। দ্য সান জানাচ্ছে, বার্সেলোনা তো আছেই, ইউনাইটেডের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে চেলসিও। রোমেলু লুকাকু দল ছাড়ছেন, তার ছেড়ে যাওয়া শূন্যস্থান পূরণেই মূলত লেভাকে চায় দলটি। ফলে গ্রীষ্মকালীন দলবদলে পোলিশ অধিনায়ককে নিয়ে ত্রিমুখি লড়াইয়েরই ইঙ্গিত মিলছে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা